অনোমদন পেয়েও বাদ ৩ ক্লাব? থাকছে ডায়মন্ড হারবার

0

◆সন্দীপ দে◆

এবারের কলকাতা লিগে খেলার অনুমোদন পেয়েও বাদ পড়তে চলেছে নতুন ৩ টি দল? পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে তৃণমৃল বিধায়ক মদন মিত্রর বেলঘরিয়া অ‍্যাথলেটিক্স ক্লাব, মন্ত্রী সুজিত বসু সমর্থিত অল এয়ারলাইনস রিক্রিয়েশন ক্লাব এবং রাজ‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি – এই তিনটি দলকে এই বছর কলকাতা লিগে খেলতে দেখা যাবে না। তবে অভিষেক ব‍্যানার্জির ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এই বছরেই খেলছে।

এই বছর কলকাতা লিগ খেলতে চেয়ে ৩৪ টি ক্লাব আইএফএ-এর কাছে আবেদন করেছিল। তার মধ‍্যে পঞ্চম থেকে প্রথম ডিভিশন মিলিয়ে ৮ টি নতুন ক্লাবকে অনুমোদন দেয় আইএফএ। গত ২৬ এপ্রিল আইএফএ-এর গভর্নিং বডির সভায় সরকারি ভাবে এই নতুন ক্লাবদের আবেদন মঞ্জুরও করে। কিন্তু রহস‍্যজনক ভাবে তিনটি দলকে এবার সরে যেতে হচ্ছে।

গভর্নিং বডির সভায় পাস হওয়ার পরও কেন বাদ পড়তে চলেছে এই তিনটি ক্লাব? একটি সূত্রের খবর, এই তিনটি ক্লাবকে নাকি সামনের বছর অর্থাৎ ২০২৩-‘২৪ মরসুমে কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ দেওয়া হবে। কি এমন ঘটল যে খেলার অনুমোদন পেয়েও আপাতত রণে ভঙ্গ দিতে হল মদন মিত্রদের? প্রতিক্রিয়া জানতে মদন মিত্রকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ‍্যাপে টেক্সট করলেও মদন মিত্র উত্তর দেননি।

বেলঘরিয়া অ‍্যাথলেটিক্স ক্লাবে মদন মিত্র (ফাইল ছবি)

এই মুহূর্তে বাংলা দলের সঙ্গে কেরলে আছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তাঁকে ফোন করলে জয়দীপবাবু জানান,”প্রথম ডিভিশনে যারা অনুমোদন পেয়েছে তাদের মধ‍্যে আমরা তিনটি ক্লাবে পরিকাঠামো দেখতে গিয়েছিলাম। সল্টলেকের অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ও বেলঘরিয়া অ‍্যাথলেটিক্স ক্লাবের পরিকাঠামোয় সামান্য ঘাটতি আছে। সেটা বড় ব‍্যাপার নয়। সেটা ঠিক করলেই খেলবে।”
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, গভর্নিং বডির অনুমোদন দেওয়ার পর সংশ্লিষ্ট ক্লাবের পরিকাঠামো পরিদর্শনের কোনও মূল‍্য আছে? যখন আগেই অনুমতি দেওয়া হয়ে গেছে? উত্তরে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ‘ইনসাইড স্পোর্টস’-কে বলতে থাকেন,”গভর্নিং বডি যখন অনুমতি দিয়েছে তখন তো খেলবেই। যদি পরিকাঠামোর সামান‍্য ঘাটতি মিটিয়ে নিতে পারে তাহলে এই বছরেই খেলবে। না হলে সামনের বছর খেলবে। আমি ওদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। গভর্নিং বডির অনুমতি তো পেয়েই গিয়েছে। সমস‍্যা নেই। তবে এই বছর এই তিনটি ক্লাব খেলবে না বলে যে প্রশ্ন করছো সেই ব‍্যাপারে আমি কিছুই জানি না। বলতেও পারব না।”

আইএফএ সচিবের সঙ্গে সহসচিব রাকেশ (মুন) ঝাঁ ও চেয়ারম‍্যান সুব্রত দত্ত (ফাইল ছবি)

রাজ‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমির চিফ কোচ অনন্ত ঘোষ জানালেন,”লিগে আমরা খেলব,নাকি খেলব না এটা ঠিক করবে ক্রীড়া দফতর। আমাদের কাছে কোনও নির্দেশ আসেনি। ক্রীড়া দফতর যা নির্দেশ দেবে সেটাই করব।”

সূত্রের খবর হল, বড় ধরনের অঘটন না ঘটলে এই বছর এয়ারলায়েন্স, বেলঘরিয়া এবং রাজ‍‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি লিগে অংশ নিচ্ছে না। কেন অংশ নিচ্ছে না? কারও নির্দেশে নিজেদের টিমকে সরিয়ে নিচ্ছেন মদন মিত্ররা? নাকি সত‍্যিই পরিকাঠামোয় ঘাটতি থাকায় এবার সরে যাচ্ছে? তাই যদি হয় তাহলে পরিকাঠামো তৈরি না করে আবেদন করেছিল কেন? তার স্পষ্ট ব‍্যাখ‍্যা এখনও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন শিবির, বিভিন্ন মত প্রকাশ করছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এই বছর এই তিন দলের না খেলার সম্ভাবনাই বেশি।

মন্ত্রী সুজিত বসু

আসলে কলকাতা লিগে খেলার জন‍্য ক্লাবদের উপযুক্ত পরিকাঠামো দেখাতে হয় – এই যুক্তি আইএফএ-এর ক্ষেত্রে মানানসই নয়। তারা “ইচ্ছে মতন,ইচ্ছে পূরণ” করে। এটাই হয়ে আসছে। এই বছর গভর্নিং বডির অনুমোদন পাওয়ায় এবার লিগ না খেলে পরের বার খেললে আইএফএ-এর নতুন নিয়ম মতে “নতুন ক্লাবের নতুন মূল‍্য”(এক কোটি টাকা) দিতে হবে না এবারের সরে যাওয়া দুটি ক্লাবকে (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমিকে অ‍্যাফিলিয়েশন দেওয়া হয়নি। অ‍্যাডাপ্ট করা হয়েছে)। প্রসঙ্গত উল্লেখ‍্য, এই বছর লিগের প্রথম ডিভিশনে খেলতে গেলে নতুন ক্লাবকে দিতে হবে ১৫ লক্ষ টাকা। আগামী বছর এই টাকাটাই বেড়ে গিয়ে হয়েছে এক কোটি টাকা। সূত্রের যা খবর,এখন সংশ্লিষ্ট ক্লাবের পরিকাঠামো দেখে সামান‍্য খামতির কথা বলেছে আইএফএ। এটা লিগ থেকে সরে দাঁড়ানোর জন‍্য মস্ত বড় অজুহাত। অভিযোগ, সেই অজুহাত দেখিয়ে “বিশেষ কারণে” এবার লিগ থেকে সরেও দাঁড়ানো হল আবার অনুমোদন পাওয়ায় সামনের বছর এক কোটি টাকাও দিতে হবে না। সমস‍্যার সমাধানটা এভাবেই দেখাতে চায়ছে সংশ্লিষ্ট কর্তারা।

নিজের ক্লাবের জার্সি হাতে অভিষেক ব‍্যানার্জি

তবে অভিষেক ব‍্যানার্জির ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব
স্বতঃস্ফূর্তভাবে ময়দানে নেমে পড়েছে। শহরের বিভিন্ন জায়গায় ক্লাবের হোর্ডিং দেওয়া হয়েছে। কলকাতা ফুটবল লিগে যা প্রথম ঘটছে। তারা এবার কলকাতা লিগ খেলছেই।

অন‍্যদিকে, আইএফএ-এর চাপ বেড়েছে টি গোল্ড কাপ নিয়েও। কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না,জয়দীপ মুখার্জিরা। আজ,রবিবার থেকে উত্তরবঙ্গে শুরু হওয়ার কথা ছিল টি গোল্ড কাপ। সরকারের কাছ থেকে আইএফএ টাকাও পেয়ে গিয়েছে। আইএফএ সচিব কদিন আগে টি গোল্ড কাপের রেফারিদের টাকাও দিয়ে দিয়েছেন। এরপরও হঠাৎ সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল। কেন স্থগিত হল তার বিঞ্জপ্তি শ্রম দফতর বা আইএফএ -এর পক্ষ থেকে জানানো হয়নি।

টি গোল্ড কাপ টুর্নামেন্টের ট্রফি উনমোচনে মন্ত্রী বেচারাম মান্না (ফাইল ছবি)

প্রসঙ্গত উল্লেখ্য, এই টুর্নামেন্ট ব‍্যবস্থাপনায় আইএফএ। কিন্তু যাবতীয় খরচের দায়িত্ব রাজ‍্য সরকারের শ্রম দফতরের। গত শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করেছিলেন শ্রম দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না। ‘ইনসাইড স্পোর্টস’-মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে বারবার ফোন, টেক্সট করা হয়েছিল। কিন্তু মন্ত্রী বেচারাম মান্না উত্তর দেননি। কেরল থেকে ফোনে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বললেন,”আমাদের বলা হয়েছে, এখন গরম। এখন টুর্নামেন্ট করা যাবে না।” দার্জিলিং,আলিপুরদুয়ারে কলকাতার মত গরম?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here