ODI সিরিজঃ বাংলাদেশের কাছে ভারতের লজ্জার হার

0

◆ভারতঃ ১৮৬ (রাহুল – ৭০, রোহিত – ২৭, / শাকিব – ৫/৩৬)

◆বাংলাদেশঃ ১৮৭/৯ (লিটন – ৪১, মেহদি – ৩৮/ সিরাজ – ৩/৩২) (বাংলাদেশ এক উইকেটে জয়ী)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম‍্যাচেই লজ্জার হার ভারতের। ব‍্যাট ও বলে – দুটো বিভাগেই বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়ল রোহিত,ধাওয়ান,কোহলিরা। বাংলাদেশ এক উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল।

রবিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে একদিনের সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব‍্যাট করতে নেমে ব‍্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ভারতীয় ব‍্যাটাররা। প্রথম দশ ওভারেই মাত্র ৪৯ রানে ৩ উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান (৭), রোহিত শর্মা (২৭), বিরাট কোহলি (৯) আউট হতে ভারত চাপে পড়ে যায়। শাকিব আল হাসানের বোলিংয়ের সামনে ভারত তখন ব‍্যাকফুটে। পরে কে এল রাহুল (৭৩) ও শ্রেয়স আইয়ার (২৪) ও ওয়াসিংটন সুন্দর (১৯) রান করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। কিন্তু তাতেও দুশো রানও করতে পারল না। ১৮৬ রানেই অল আউট হয়ে যায় ভারত। শাকিব আল হাসান ৩৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ সিরিজ খেলতে নামার আগে ভারতীয় শিবিরে চোটের কারণে চাপ বাড়ে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। একই কারণে নেই উইকেট কিপার ঋষভ পন্থ। ফলে উইকেটের পিছনে দাঁড়াতে হয় কে এল রাহুলকে। আর বোলিং বিভাগে এদিন অভিষেক ঘটল কুলদীপ সেনের।

ভারতের ১৮৬ রানের জবাবে বাংলাদেশ ব‍্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে সামলে নেয়। ভারতের ব‍্যাটারদের মতোই বোলাররাও ব‍্যর্থ। লিটন (৪১), মেহদি হাসান মিরাজ (৩৮), শাকিব আল হাসান (২৯) রান করেন। ভারতের সিরাজ ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ম‍্যাচের সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here