ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আলিপুরদুয়ারকে হারিয়ে NCC T-20 CRICKET চ্যাম্পিয়ন হয়ে গেল পূর্ব মেদিনীপুর। শুভ গুছাইতের অনবদ্য ৭১ রানের ইনিংস পূর্ব মেদিনীপুরকে সহজেই জয় এনে দিল। শনিবার ফাইনালে আলিপুরদুয়ার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে। প্রবীর সূত্রধর (৬৯) ও শুভদীপ শর্মা (২৭) রান করেন। আলিপুরদুয়ারের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। শুভ গুছাইত (৭১) ও সৌম্যদীপ সামান্ত (৪০) রান করেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিক ভাবেই পূর্ব মেদিনীপুর দলে খুশির হাওয়া।
এদিন, NCC T-20 CRICKET এর ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মিঠু মুখার্জি, গার্গী ব্যানার্জি। উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, এনসিসি সভাপতি পবন ভালোটিয়া, সিএবির বর্তমান সহসভাপতি অমলেন্দু বিশ্বাস এবং সিএবির প্রাক্তন সচিব বিশ্বরুপ দে। ছিলেন একাধিক জেলার কর্তারাও।
প্রসঙ্গত, গত বছর এই NCC CRICKET এর আসর বসেছিল উত্তর ২৪ পরগনার অশোক নগরে। এবছর টুর্নামেন্ট হল বীরভূম জেলার সিউড়ির বড়গুমসিমায়। যে সব জেলা ক্রিকেট দল সিএবি নথিভুক্ত নয় সেই সব জেলা নিয়েই এই ক্রিকেট টুর্নামেন্টের টুর্নামেন্ট করছে এনসিসি। যার মূল উদ্যোক্তা অভিষেক ডালমিয়া। মূলত তাঁর প্রচেষ্টায় জেলার প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করছে এনসিসি।
এই বছর মোট ৬ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ১১ জানুয়ারি। দার্জিলিং, আলিপুরদুয়ার,কালিমপং,
ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর এবং কম্বাইন অ্যাভেনজার্স দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।