▪কেরল ব্লাস্টার্স – ৩ (আদ্রিয়ান লুনা,ইভান কালুঝনি-২)
▪ ইস্টবেঙ্গল – ১ (অ্যালেক্স)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৭ অক্টোবর : হার দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। একই সঙ্গে এই ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ)। উদ্বোধনী ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল কেরল ব্লাস্টার্স।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণের খেলা হলেও কোনও দলই অলআউট ফুটবল খেলেনি। লিগের প্রথম ম্যাচ তাই হয়তো ঘর আগলে আক্রমণে উঠেছে। প্রথমার্ধে উঁচু মানের খেলা না হলেও কোচির জহরলাল নেহেরু স্টেডিয়াম ছিল ভর্তি। গত দুই বছর দর্শক শূন্য আইএসএল হয়েছে। এবার শুরু থেকেই কেরলের ফুটবল দর্শকরা মাঠে হাজির। কেরল ফুটবলের এটাই স্পেশাল। যা বাংলাকেও টেক্কা দেবে।
এদিন বাংলার ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে অনায়াস জয় ছিনিয়ে নিল কেরল। ম্যাচের দ্বিতীয়ার্ধটা দাপটের সঙ্গে খেলে গেল কেরল। তবে স্টিফেন কনস্টানটাইনের ছেলেরাও হাল ছারেননি। তিন তিনটি গোল খেলেও লড়াই করার মানসিকতা লাল-হলুদ ফুটবলারদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন কোচ স্টিফেন। ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিৎ সিং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দু-দুটি গোল বাঁচান। পরে যদিও কমলজিৎ সেই লড়াই ধরে রাখতে পারেননি। ৭২ মিনিটে আদ্রিয়ান লুনা গোল কেরলকে ১-০ গোলে এগিয়ে দেন। পরে ৮২ মিনিটে কেরলের পরিবর্তিত ইভান কালুঝমনি গোল করেন। ০-২ গোলে পিছিয়ে যাওয়ার পর অ্যালেক্স লিমা গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৮৯ মিনিটে ফের ইভান গোল করে জয় নিশ্চিত করেন।