ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুই বছর পর ইডেনে হতে চলেছে আইপিএলের ম্যাচ। আগামী মঙ্গলবার ও বুধবার দু-দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ইডেনে। আর এই ম্যাচের টিকিট ঘিরে তীব্র হাহাকার। অন লাইনে যে টিকিট ছাড়া হয়েছিল তা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে না। বহু মানুষ টিকিটের জন্য ইডেনে আসছে। কিন্তু কাউন্টারে কোনও টিকিট দেওয়া হচ্ছে না। তাই ক্রিকেট রসিকদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ইতি মধ্যে চড়া দামে টিকিট ব্ল্যাক হচ্ছে।
এদিকে,আইপিএল ম্যাচের জন্য ইডেন তৈরি। নববধূর মতো সেজে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। রঙ্গিন আলোয় সেজে উঠেছে ইডেনের গ্যালারি। বহিরঙ্গেও বদল এসেছে। প্লে-অফে অংশগ্রহণকারী চারদলের অধিনায়কের কাট-আউট বসছে ইডেনের বাইরেও। সন্ধ্যায় খেলা, তাই আলোকসজ্জাতেও বৈচিত্র্য থাকছ। কোহলি, ডু’প্লেসি, কেএল রাহুল, বাটলার, পান্ডিয়ার ক্রিকেট নৈপুণ্য দেখতে কলকাতার ক্রিকেটভক্তরা উদগ্রীব।
ইতিমধ্যে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি ইডেন ঘুরে প্রস্তুতি দেখে গিয়েছেন। পিচ কিউরেটর স্পোর্টিং পিচ তৈরি করে রেখেছেন। পিচ কিউরেটরের দাবি,ব্যাটসম্যান ও বোলার সুবিধা পাবে।
তবে সিএবি কর্তাদের একটাই চিন্তা তা হল ঝড়-বৃষ্টি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ (সোমবার) এবং আগামিকাল (মঙ্গলবার) আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দু’দিন অর্থাৎ আজ এবং আগামিকাল বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও বুধবার থেকে তা কমতে থাকবে। বৃষ্টির পূর্বাভাস থাকায় ইডেনের পিচ সহ গোটা মাঠ ঢেকে দেওয়া হয়েছে।