IFA-বাংলা নাটকের হাত ধরে স্পেন যাচ্ছেন জেলার ৬ ফুটবলার

0

◆৬ ফুটবলারের সঙ্গে বাংলা নাটক ডট কমের কর্ণধার অমিতাভ ভট্টাচার্য, আইএফএ সচিব অনির্বান দত্ত,চেয়ারম‍্যান সুব্রত দত্ত ও সহসভাপতি স্বরূপ বিশ্বাস। শুক্রবার সিএসজেসিতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১২ মে : IFA ও বাংলা নাটক ডট কমের হাত ধরে স্পেন যাওয়ার সুযোগ পেলেন জেলার ৬ ফুটবলার। নদিয়া জেলা থেকে ৩ ও পুরুলিয়া জেলা,বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি এবং ইউক্সেল স্পোর্টস ভেনচার থেকে ১ জন করে ফুটবলার স্পেনে ট্রায়ালের জন‍্য সুযোগ পেয়ে গেলেন। জেলার এই ছয় ফুটবলার স্প‍্যানিস লিগের ক্লাব সি এফ মট্রিল ক্লাবের অ‍্যাকাডেমিতে ১৮ দিনের জন‍্য ট্রায়াল দিতে পারবেন। পারফরম্যান্স যদি ভাল হয় তাহলে নাকি সেই দেশের লিগের পঞ্চম ডিভিশনের কোনও ক্লাবে খেলার সুযোগ পাবেন। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে IFA ও বাংলা নাটক ডট কম যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর বাংলা নাটক ডট কমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আইএফএ। চার মাস আগে মৌ স্বাক্ষর করার পর এই দুই সংস্থা ঘোষণা করেছিল জেলার ফুটবলের উন্নয়নে কাজ করবে এই বাংলা নাটক ডট কম। এই সংস্থাটি আসলে ইউনাইটেড নেশনস স্বীকৃত একটি এনজিও সংস্থা। বাংলার বিভিন্ন জেলা তো বটেই, ভারতের বিভিন্ন রাজ‍্যে এই সংস্থাটির কাজ বিস্তৃত। বিশেষ করে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে বেশি কাজ করে থাকে।

এই বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য ২১ ডিসেম্বর বলেছিলেন,জেলার বহু ফুটবল কোচিং ক‍্যাম্প আছে। অথচ যাদের পরিকাঠামো নেই। বড় মঞ্চে যাওয়ার সুযোগ নেই। জেলার ফুটবলাররাই হল বাংলা ফুটবলের সাপ্লাই লাইন। তাই জেলা ফুটবলের ভিতটাকে শক্ত করতে বাংলা নাটক ডট কমের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। সেই প্রস্তাবে রাজি হয়েই লোকসঙ্গীতের পাশাপাশি গ্রামীণ ফুটবলে কাজ করা শুরু করে এই সংস্থা।

‘স্লো বাট স্টেডি’ – এই লক্ষ‍্য নিয়ে কাজ শুরু করে। আপাতত পুরুলিয়া ও নদিয়া জেলর ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের ব‍্যবস্থা করেছিল বাংলা নাটক ডট কম। সাহায‍্য নিয়েছে ইউক্সেল স্পোর্টস ভেনচারের। এই ট্রায়ালের পর ৬৯ জন ফুটবলারের মধ‍্যে ৬ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। এই চার ফুটবলারই স্পেন যাচ্ছেন। এই ছয় ফুটবলারের নাম হল,প্রেমাংশু ঠাকুর, দেবজিৎ রাউত,বিশাল সূত্রধর (নদিয়া), মহেশ্বর সিং সর্দার (পুরুলিয়া), অরিজিৎ বিশ্বাস (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি), অনিকেত মন্ডল (ইউএক্সেল স্পোর্টস ভেনচার)।

এই বাপারে আইএফএ সচিব বলেন,”বাংলা নাটক ডট কম যেভাবে জেলার ফুটবলে এগিয়ে এসেছে তার জন‍্য ধন‍্যবাদ জানাই। জেলার ফুটবল হল আসল জায়গা।” আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত,”অতীতে ভারত থেকে কয়েক জন বিদেশে গিয়ে খেলেছেন। তবে এবার জেলার ছেলেরা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে। খুবই ভাল। আর সুযোগ পেলে ইতিহাস হয়ে যাবে।”

বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য্য বলেন,”গত চার মাসে আমরা ইতিমধ্যে সমস্ত জেলার ১৬,২,২০ জন ফুটবারদের দেখে কাজ করেছি। আমরা একটা প্রসেসের মধ‍্যে আছি। তারমধ‍্যেই এই ৬ জন বিদেশে পাঠানোর ব‍্যবস্থা করা গিয়েছে। জেলার ফুটবল নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here