IFA-তে তৃণমূলের ‘জনজোয়ার’! গভর্নিং বডিতে সাংসদ শান্তনু

0

◆সাংসদ শান্তনু সেন◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবদন : আইএফএতে এখন তৃণমূলের ‘জনজোয়ার’। রাজনীতির গন্ডি পেরিয়ে ফুটবলে সক্রিয়ভাবে প্রবেশ নেতা-মন্ত্রীদের। দিন দিন ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব‍্যানার্জি, মন্ত্রী সুজিত বসু,বিধায়ক মদন মিত্র, স্বপন ব‍্যানার্জি, ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসদের ক্লাব গুলি দাপটের সঙ্গে কলকাতা লিগ খেলছে। এবার শুধু ক্লাব নয়, আইএফএ-এর গভর্নিং বডিতে চলে এলেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। সোমবার আইএফএ -এর নতুন গভর্নিং বডির কমিটির নির্বাচনে নির্বাচিত হলেন তৃণমূলের রাজ‍্য সভার সাংসদ শান্তনু সেন। তিনি কলকাতা লিগের পঞ্চম ডিভিশনের বেলেঘাটা বালক বৃন্দ ক্লাবের প্রতিনিধি হিসেবে আইএফএ-এর গভর্নিং বডিতে এলেন।

তিনি কি আগে কখনও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন? ‘ইনসাইড স্পোর্টস’-এর প্রশ্নের উত্তরে শান্তুনু সেন বলেন,”আমি ফুটবলের ভক্ত। আমি মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের সদস‍্যও। ফুটবলের জন‍্য কিছু করতে পারলে আমার ভাল লাগবে।”
আপনি রাজনীতিগত ভাবে ব‍্যস্ত। আইএফএ-এর গভর্নিং বডির সভায় আপনাকে নিয়মিত দেখা যাবে? উত্তরে শান্তনুবাবু বলেন,”অবশ‍্যই গভর্নিং বডির সভায় দেখা যাবে। আইএফএ আমাকে যে দায়িত্ব দেবে তা পালন করব।”

আমিরুদ্দিন ববি, দেবাশিস দত্ত ও অভিষেক ডালমিয়া

এদিকে আইএফএ-র গভর্নিং বডিতে ফের এলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। একই সঙ্গে ইস্টবেঙ্গল থেকে প্রতিনিধিত্ব করবেন দীপঙ্কর চক্রবর্তী ও মহমেডান থেকে এলেন সভাপতি আমিরুদ্দিন ববি। আর আইএফএতে নতুন মুখ সিএবির প্রাক্তন সভাপতি ও আইপিএলের বর্তমান কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া। দ্বিতীয় ডিভিশনের রাজস্থান ক্লাব থেকে গভর্নিং বডির সভায় এলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। বেশ কয়েক বছর আগে অভিষেক গভর্নিং বডিতে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। পরে একবার এসেছিলেন অভিষেকের ভাগ্নে। এই বছর ফের এলেন অভিষেক। পঞ্চম ডিভিশনের নিবেদিতা ক্লাব থেকে গভর্নিং বডিতে এলেন বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দাস।

আজ,সোমবার আইএফএ-এর নতুন গভর্নিং বডির সদস‍্য নির্বাচন হয়ে গেল। সকাল সোয়া এগারোটা থেকে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনের প্রতিনিধিদের নিয়ে গভর্নিং বডির সদস‍্য নির্বাচিত হয়। ছিলেন আইএফএ-এর সকল কর্তারাও। এই বছরও কোনও তারকা প্রাক্তন ফুটবলার গভর্নিং বডি কমিটতে নেই।আগামী ২০ জুন আইএফএ-র অ‍্যানোয়াল জেনারেল মিটিং হবে সুবর্নবনিক সভা ঘরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here