ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : IFA-এর প্রাক্তন সচিব উৎপল গাঙ্গুলির বাড়িতে আয়কর হানা। আজ,সোমবার সকালেই উৎপল গাঙ্গুলির ঢাকুরিয়ায় সাউথ এন্ডের ফ্ল্যাটে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। অভিযোগ, বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত উৎপল গঙ্গোপাধ্যায়। আর্থিক তছরুপ, ইনকাম ট্যাক্স ফাঁকি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি বলে সূত্রের খবর।
এদিন সকাল সাতটার মধ্যে উৎপল গাঙ্গুলির বাড়ি পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। সেই সঙ্গে গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় ফ্ল্যাটেই ছিলেন উৎপল গাঙ্গুলি। শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, উৎপল গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ফ্ল্যাটে ব্যবসা সংক্রান্ত একাধিক নথি ঘেঁটে দেখেন আয়কর আধিকারিকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, উৎপল গাঙ্গুলি দীর্ঘ ১২ বছর IFA এর সচিব পদে ছিলেন। IFA-এর ইতিহাসে টানা ১২ বছর সচিব পদে আর কেউ থাকেন নি। তাঁর জমানায় বেশ কয়েক বছর কলকাতা লিগের টাইটেল স্পনসর ছিল উৎপল গাঙ্গুলিদের মদ কোম্পানি অফিসার্স চয়েস। ২০১৯ সালে আইএফএ থেকে বিদায় নেওয়ার পর আর মাঠে আসা বন্ধ করে দিয়েছিলেন। দুই তিন বছর ধরে হাঁটুর সমস্যা ভুগছেন উৎপল গাঙ্গুলি।