ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : CRA (ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন) তে নজির বিহীন সিদ্ধান্ত নিলেন সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বাররা। যা CRA এর ইতিহাসে প্রথম ঘটল। CRA এর বর্তমান সচিব উদয়ন হালদারকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানো হল। একই সঙ্গে ১ বছরের জন্য নির্বাসনে পাঠানো হল বর্তমান এলিট প্যানেলের রেফারি তন্ময় ধরকে। একজন (তন্ময় ধর) রেফারির কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উদয়নকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানো হল। আর যার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল সেই রেফারি তন্ময় ধরকে নির্বাসনে পাঠানোর কারণ দেখানো হয়েছে, তিনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন। গতকাল ( মঙ্গলবার ) EC মিটিং করে নির্বাসনের চিঠি মেল করে উদয়ন ও তন্ময়কে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আজ, বুধবার CRA এর AGM এ সকল সদস্যকে নির্বাসনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। অতীতে সচিবের সময়সীমা পার করার পর কমল সরকার নির্বাসিত হয়েছিলেন। কিন্তু CRA এর কোনও বর্তমান সচিব বা কোনও বর্তমান রেফারি নির্বাসিত হননি। এটাই প্রথম ঘটল।
প্রসঙ্গত উল্লেখ্য, ISL – এ যাতে রেফারি তন্ময় ধর পোষ্টিং না পায় তার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারিজ বোর্ডের চেয়ারম্যান মাইকেল অ্যান্ড্রুজকে বলেছিলেন CRA সচিব উদয়ন হালদার। এমন চাঞ্চল্যকর ফোন রেকর্ড প্রকাশ্যে ফাঁস করেছিলেন রেফারি তন্ময়। এই ঘটনা জানাজানি হতেই হৈচৈ পড়ে যায়। লিখিত ভাবে বিস্তারিত CRA কে জানিয়ছিলেন তন্ময়। ২০২৩ এর ২৮ জুলাই এই খবর প্রকাশ্যে আনে ‘ইনসাইড স্পোর্টস।’ একজন রেফারির কেরিয়ার নষ্ট করে দেওয়ার চেষ্টা CRA সচিবের – এমন গুরুতর অভিযোগ পেয়ে তিন জনের তদন্ত কমিটি গঠন করেছিলেন CRA কর্তারা। সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন অভিজ্ঞ গৌতম কর। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই নাকি সচিব উদয়নকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানো হল।
বুধবার বৈঠকের পর CRA সভাপতি ভোলা দত্ত জানান,”একজন রেফারির কেরিয়ার নষ্ট করার অপরাধে উদয়নকে নির্বাসনে পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইকেল অ্যান্ড্রুজ, উদয়ন এবং তন্ময়ের ফোনালাপ তদন্ত কমিটি খতিয়ে দেখে উদয়নকেই দোষী সাব্যস্ত করেছে। আর তন্ময়ের অপরাধ হল, সে মিডিয়ার সামনে মুখ খুলেছে। আমাদের CRA এর সংবিধানে উল্লেখ আছে, কেউ কোনও বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারে না। তন্ময় সেই নিয়ম লঙ্ঘন করায় তাকেও এক বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। তবে দুইজন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক মাসের মধ্যে আবেদন করতে পারেন।”
তবে CRA এর বেশিরভাগ সদস্য তন্ময়ের পক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক তিন প্রাক্তন রেফারি ‘ইনসাইড স্পোর্টস’-এর এই প্রতিবেদককে বলছিলেন, “তন্ময় মিডিয়ার সামনে মুখ খুলে সংস্থার সংবিধান লঙ্ঘন করেছে ঠিকই। কিন্তু এটাও ঠিক, এত বড় চক্রান্ত মিডিয়ায় প্রকাশ না পেলে বিচারও হত না।” প্রসঙ্গত, কয়েক মাস আগে উদয়নকে সোকজ করার পর থেকেই CRA তাঁবু আসা বন্ধ করে দিয়েছিলেন উদয়ন। আর তন্ময়ও এখনও পযর্ন্ত লিগে কোনও পোষ্টিং পাননি।
এদিনের বৈঠকে গত বছরের স্পনসর বাবদ অর্থের খরচের সঠিক হিসাব নাকি এখনও স্পষ্ট করতে পারেননি উদয়ন। বৈঠকে কয়েকজন সদস্য এই প্রশ্ন তোলেন। অর্থাৎ আর্থিক অস্বচ্ছতা। অবশ্য এই বিষয়ে “ইনসাইড স্পোর্টস” যাচাই করতে পারেনি। শোনা যায়, উদয়ন খুব শীঘ্রই হিসাব স্পষ্ট করবেন। তবে এই কমিটির আগে যিনি CRA এর কোষাধ্যক্ষ ছিলেন তাঁকে আর্থিক অস্বচ্ছতার জন্য ৬ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। তখন সচিব ছিলেন এই উদয়ন। বিশেষ সূত্রের খবর, সেই শাস্তিপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবার কোমর বেঁধে নামতে চলেছেন। একই অভিযোগে উদয়নের কেন এত কম শাস্তি হবে? খুব শিঘ্রই এই প্রশ্ন তুলে CRA তে চিঠি যাচ্ছে। সব মিলিয়ে CRA তে এখন নানান ঘটনার ঘনঘটা।