COA-কে বাতিল করল সুপ্রিম কোর্ট, পিছিয়ে গেল নির্বাচন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : COA (কমিটি অফ অ‍্যাডমিনিস্ট্রেটর্স) কে বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, COA-এর আর কোনও ক্ষমতা থাকবে না। একই সঙ্গে এআইএফএফের নির্বাচন সম্পন্ন করার জন‍্য সময় বাড়িয়ে তা পিছিয়ে দিয়েছে আদালত। এই মাসের ২৮ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল। তা পিছিয়ে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে। রাজ‍্য ফুটবল সংস্থার মনোনীত প্রার্থীরাই নির্বাচনে উপস্থিত থাকতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতে COA-কে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল কেন্দ্র। সিওএ-র হস্তক্ষেপ তুলে নেওয়া, প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়া এবং প্রফুল্ল পটেলের নেতৃত্বে থাকা দলকে এআইএফএফ-এর অংশ না করার আবেদন জানিয়েছিল কেন্দ্র।

আদালত নিযুক্ত সিওএকে বাতিল করে বলা হয়েছে, আপাতত ফেডারেশনের প্রতিদিনের কাজের তদারকি করবেন অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল। সেই সঙ্গে বলা হয়েছে, ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে মোট ২৩ জন সদস্য থাকতে পারবেন। তার মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবেন ১৭ জন সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here