ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) – এর টাকার অভাব নেই। জেলার ক্রিকেট থেকে কলকাতার ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাবলেও তাদের নিজস্ব একটা ক্রিকেট অ্যাকাডেমি নেই। সোমবার বাইপাসের ধারে এক সাত তারা হোটেলে CAB এর সাধারণ বার্ষিক সভায় নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি গড়ার দাবি উঠল। সাধারণ বার্ষিক সভায় এক ঝাঁক সদস্য খোদ সৌরভ গাঙ্গুলির কাছে আর্জি জানান যে, এবার CAB একটা ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করুন। এবং সৌরভের কাছে এই দাবি করা হয়। সদস্যদের এই দাবি শুনে সৌরভ নাকি বলেন, তাঁর কোনও সমস্যা নেই। CAB অ্যাকাডেমি করুক। তিনি এই অ্যাকাডেমি গড়ার কাজে সব রকম ভাবে পাশে থাকবেন।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়ে নিউটাউনে ফুটবল হাব তৈরি করতে পারে তাহলে CAB কেন নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি করতে পারবে না? প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার ডুমুরজলায় CAB কে আলাদা মাঠ করার জমি দিয়েছিল বলে জানা যায়। কিন্তু সেই জমি এতটাই নিচু এলাকা যে, সব সময় জল জমে থাকে। কাজেই ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমি তো নয়, সাধারণ মাঠ করা সম্ভব নয়। প্রয়োজন হলে কলকাতার বাইরেও অ্যাকাডেমি করা হতে পারে। CAB এবার অ্যাকাডেমি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।
এদিন, এই সাধারণ বার্ষিক সভায় বিশ্বরূপ দে দাবি করেন যে, CAB এর সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিটের বার্ষিক অনুদান বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক। CAB কর্তারা তা মেনেও নিয়েছেন। অর্থাৎ এবার থেকে প্রতিটি অ্যাফিলিয়েট ইউনিট বছরে অনুদান হিসেবে ৫ লক্ষ টাকা করে পাবে।
এদিকে, আইপিএল গভর্নিং কাউন্সিল কমিটির সদস্য হিসেবে পুননির্বাচিত হওয়ায় অভিষেক ডালমিয়াকে সম্মান জানান CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। অনেক দিন আগেই CAB এর অ্যাপেক্স কাউন্সিল কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। এদিন একজন, ইস্টবেঙ্গলের বিবেক লোহিয়াকে অ্যাপেক্স কাউন্সিলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই বিবেক লোহিয়া হলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি মোহন লোহিয়ার পুত্র।