ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নতুন মরসুম অর্থাৎ ২০২৩-‘২৪ -এ ২৬ টি সাব কমিটি গঠন করল সিএবি। বুধবার সিএবি-এর অ্যাপেক্স কাউন্সিল কমিটির সদস্যরা নতুন ২৬টি সাব কমিটিকে শিলমোহর দিল। ১৪২ সদস্য নিয়ে ২৬টি নুতুন সাব কমিটি গঠন করল সিএবি।
এই ১৪২ জন কমিটি সদস্যদের মধ্যে আছে এক ঝাঁক প্রাক্তন ক্রিকেটার। বরুণ বর্মন, সাগরময় সেনশর্মা, শরদীন্দু মুখার্জি থেকে অশোক মালহোত্রা, ইন্দুভুষন রায়, মিন্টু দাস, সঞ্জয় দাস, শুভময় দাসদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে। যেমন, ট্যুর,ফিক্সচার ও টেকনিক্যাল সাব কমিটিতে আছেন বরুণ বর্মন,সাগরময় সেন শর্মা, মিন্টু দাস। ক্রিকেট ট্যালেন্ট সাব কমিটিতে আছেন অশোক মালহোত্রা, শরদীন্দু মুখার্জি এবং ইন্দুভুষন রায়।
যে ২৬ টি সাব কমিটি গঠন করা হল সেই সব কমিটির একজন করে চেয়ারম্যান করা হয়। যেমন – ◆সিনিয়র টুর্নামেন্ট – চেয়ারম্যান- নীতিশ রঞ্জন দত্ত ◆ ট্যুর,ফিক্সচার ও টেকনিক্যাল – চেয়ারম্যান – শুভঙ্কর ঘোষ দস্তিদার ◆ মেডিক্যাল – চেয়ারম্যান -প্রদীপ দে ◆ স্টেডিয়াম – চেয়ারম্যান – শান্তনু মিত্র ◆ ফিনান্স – চেয়ারম্যান – বিবেক রুইয়া ◆ স্কুল – চেয়ারম্যান – সঞ্জয় দাস ◆ গ্রাউন্ড – চেয়ারম্যান – মদন মোহন ঘোষ ◆ কলেজ – চেয়ারম্যান – সুবীর মুখার্জি ◆ ট্রানসফার – চেয়ারম্যান – দীপাংশু ঘোষাল ◆ লাইব্রেরি – চেয়ারম্যান – দেবাশিস গাঙ্গুলি ◆ পরিসংখ্যান -চেয়ারম্যান – গৌতম মুখার্জি ◆ সেমিনার – চেয়ারম্যান – মিহির চক্রবর্তী ◆ জেলা কোচিং – চেয়ারম্যান – আশিস চক্রবর্তী ◆ অবজার্ভার কমিটি – চেয়ারম্যান – শ্রীমন্ত মল্লিক ◆ প্লেয়ার্স ভেনেভলেন্ট ও বেনিফিট ফান্ড – চেয়ারম্যান – দানিশ শেঠ ◆ মেম্বারশিপ – চেয়ারম্যান – রূপনাথ রায় চৌধুরী ◆ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি – চেয়ারম্যান – জিৎ ব্যানার্জি ◆ ভেরিফিকেশন সেল (ওয়ার্কিং গ্রুপ) – চেয়ারম্যান – শিবব্রত দত্ত ◆ মেনস সিলেকশন – চেয়ারম্যান – শুভময় দাস ◆ উওমেন্স সিলেকশন – চেয়ারম্যান – গার্গি ব্যানার্জি ◆ ডিফার্র্টলি অ্যাবেল্ড – চেয়ারম্যান -রবি চৌধুরী ◆ আম্পায়ার – চেয়ারম্যান -প্রশেনজিৎ ব্যানার্জি ◆ জুনিয়র ক্রিকেট – চেয়ারম্যান – কল্যাণ ঢল ◆ উওমেন্স ক্রিকেট (ওয়ার্কিং গ্রুপ ) – চেয়ারম্যান – লোপা মুদ্রা ব্যানার্জি ◆ ক্রিকেট ট্যালেন্ট – চেয়ারম্যান – অশোক মালহোত্রা ◆জেলা (১৮টি জেলা নিয়ে) চেয়ারম্যান গৌতম গোস্বামী। প্রসঙ্গত উল্লেখ্য, গৌতম গোস্বামী গত বছর বড়িশা স্পোর্টিং থেকে সিএবি প্রতিনিধিত্ব করেছিলেন। এই বছর তাঁর জেলা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে সিএবিতে এসেছেন।