CAB নির্বাচন◆সরে দাঁড়ালেন সৌরভ, সভাপতি হচ্ছেন স্নেহাশিস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নতুন কিছু একটা ঘটছে সেটাআন্দাজ করা গিয়েছিল শনিবার বিকেলেই। CAB সভাপতি পদে নিজের মনোনয়নপত্র জমা না দিয়ে সৌরভ বলেছিলেন,’কাল দেখা যাবে।’ শনিবার সন্ধ‍্যার পর থেকে ময়দানে ছড়িয়ে পড়ে সৌরভ নন, সভাপতি হতে চলেছেন তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি। আজ,রবিবার সব জল্পনার শেষ করে শনিবারের সন্ধ‍্যার ‘ময়দান’-এর খবরই সত‍্যি হল।

বাঁদিক থেকে নরেশ ওঝা, অমলেন্দু বিশ্বাস, স্নেহাশিস গাঙ্গুলি, দেবব্রত দাস এবং প্রবীর চক্রবর্তী। রবিবার ইডেনে

CAB নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। তিনি সভাপতির পদ ছেড়ে দিলেন নিজের দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিরোধী শিবিরের কেউ কোনও মনোনয়নপত্র জমা দেননি। ফলে নির্বাচন হল না। নতুন প‍্যানেল জমা হল এই রকম –

◆সভাপতি – স্নেহাশিস গাঙ্গুলি

◆সহসভাপতি অমলেন্দু বিশ্বাস ◆সচিব নরেশ ওঝা
◆কোষাধ‍্যক্ষ প্রবীর চক্রবর্তী।
◆ যুগ্ম সচিব দেবব্রত দাস।

রবিবার ইডেনে অভিষেকের সঙ্গে সৌরভ

এদিন দুপুর একটার সময় ইডেনে পৌঁছে গিয়েছিলেন সৌরভ। কিছুক্ষনের মধ‍্যেই অভিষেক, স্নেহাশিস,দেবব্রতরা সৌরভের ঘরে গিয়ে আলোচনা করেন। তারপরেই সরকারি ভাবে জানা যায়, সৌরভ CAB -এর কোনও পদেই থাকছেন না। নিজেকে সরিয়ে নিলেন।

স্নেহাশিস গাঙ্গুলি বলেন,”গতকাল সৌরভ সিদ্ধান্ত নিয়েছিল কোনও পদে থাকবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে সরিয়ে নিয়েছে। এটা সৌরভের ব‍্যক্তিগত সিদ্ধান্ত।’

ইডেন থেকে বেরিয়ে যাচ্ছেন সৌরভ

রবিবার সন্ধ্যাবেলা CAB থেকে বেরনোর সময় সৌরভকে প্রশ্ন করলে তিনি জানান, ‘নির্বাচন হলে আমি লড়াই করতাম। নির্বাচন হয়নি, তাই লড়াইতে থাকিনি।’

প্রসঙ্গত আগামী ৩১ অক্টোবর CAB এর এজিএম। সেই সভায় নতুন পদের উপর শিলমোহর পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here