CAB-এর ম‍্যাচ পিছনোর আবেদন খারিজ করল BCCI

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : CAB – এর বাংলার রনজি ও অনূর্ধ্ব-২৩ দলের ম‍্যাচ পিছনোর আবেদন খারিজ করল ভারতীয় বোর্ড। যা বাংলা শিবিরের কাছে বড় ধাক্কা। প্রসঙ্গত, বুধবার বাংলা সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের ম‍্যাচ পিছনোর আবেদন করে বোর্ড সচিব জয় শাহকে চিঠি দিয়েছিল সিএবি। ঘুর্ণিঝড় ‘দানা’ ও প্রবল বর্ষণের পূর্বাভাসের কারণ দেখিয়ে নির্ধারিত ২৬ ও ২৭ অক্টোবরের ম‍্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল সিএবি। আগামী ২৬ অক্টোবর যাদবপুর ইউনিভার্সিটির মাঠে রনজি ম‍্যাচে মুখোমুখি হবে বাংলা ও কেরল। আর ২৭ অক্টোবর কল‍্যাণীতে মুখোমুখি হবে অনূর্ধ্ব-২৩ বাংলা -রেলওয়ে দল। এই দুটি ম‍্যাচ পিছনোর আবেদন করেছিল সিএবি। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না বোর্ড। অর্থাৎ নির্ধারিত সূচি মেনেই দুটি ম‍্যাচ খেলতে হবে বাংলাকে। এই দুটি ম‍্যাচ পিছিয়ে দিলে টুর্নামেন্টের বাকি ম‍্যাচের ক্রীড়াসূচিও বদলে ফেলতে হবে, যা অসম্ভব ব‍্যাপার। সেই কারণেই CAB – এর আবেদন খারিজ হয়ে যায়।

এদিকে, কল‍্যাণীর মাঠে রনজি ম‍্যাচ (বাংলা-বিহার) না হওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে CAB এর মুখ পুড়েছে। এবার আর সেই ভুল করতে চান না কর্তারা। কল‍্যাণীর ভুল থেকে শিক্ষা নিয়ে এবার যাদবপুর ইউনিভার্সিটির মাঠ (সল্টলেক) কভারের ব‍্যবস্থা করে ফেলেছেন CAB কর্তারা। ম‍্যাচ পিছনোর আবেদনের খারিজ হওয়ায় যাদবপুর মাঠকে ঠিক রাখার চেষ্টায় CAB কর্তারা। বৃহস্পতিবার রাতে ঘুর্ণিঝড় ‘ডানা’ আছড়ে পড়ার পূর্বাভাস আছে। তার আগে শুরু হবে বৃষ্টি। কাজেই CAB কর্তারা আর কোনও ঝুঁকি না নিয়ে মঙ্গলবার থেকেই যাদবপুরের পুরো মাঠ ঢাকার ব‍্যবস্থা করে ফেলেছেন। কিন্তু ঘুর্ণিঝড় ও প্রবল বৃষ্টির যা পূর্বাভাস তাতে বাংলা -কেরল ম‍্যাচ চারদিন হবে কিনা এখনই কিছু বলা যাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতে লক্ষ্মীদের ম‍্যাচ ভাগ‍্য নির্ভর করছে আবহাওয়ার উপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here