BCCI’এর চূড়ান্ত ইলেকটোরাল রোল প্রকাশ, বাতিল CAB

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অপেশাদার,দায়িত্বজ্ঞানহীন, অমনোযোগী – CAB (ক্রিকেট অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গল) – এর আগে এই শব্দগুলি এখন ব‍্যবহার করা যেতেই পারে। তার সঙ্গে যোগ হবে ভারতীয় ক্রিকেট মহলে CAB এখন লজ্জার। বৃহস্পতিবার BCCI এর আসন্ন দুই পদের (সচিব ও কোষাধ‍্যক্ষ) নির্বাচনের জন‍্য চূড়ান্ত ইলেকটোরাল রোল প্রকাশ করা হল। এই তালিকায় ৩৪ টি রাজ‍্য ক্রিকেট নিয়ামক সংস্থার নাম আছে। বাতিল করা হয়েছে CABকে। ফলে আগামী ১২ জানুয়ারি BCCI এর স্পেশাল জেনারেল মিটিংয়ে CAB এর কোনও প্রতিনিধি ভোটে লড়াই করতে পারবেন না। ভোটাধিকারও থাকবে না। যা CAB এর কাছে বড় ধাক্কা।

এই ব‍্যাপারে BCCI এর ইলেকটোরাল অফিসার এ,কে, জ‍্যোতিকে ফোন করে জানতে চাওয়া হলে তিনি “ইনসাইড স্পোর্টস’এর এই প্রতিবেদককে জানান, “কদিন আগেও আপনাকে বলেছিলাম যে, নির্দিষ্ট সময়ের মধ‍্যে CAB নিজেদের প্রতিনিধির নাম জমায় দেননি। সব কিছুর তো একটা সিস্টেম আছে। আমরা নিয়ম মেনেই কাজ করছি। দেশের সব রাজ‍্য ঠিক সময়ে অনলাইনে নাম জমা করেছে। কোনও সমস‍্যা হয়নি।” কিন্তু কয়দিন আগে CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সংবাদ মাধ‍্যমে জানিয়েছিলেন,”৩১ ডিসেম্বর হার্ডকপি জমা করবেন। সমস‍্যা মিটে যাবে।”
CAB কি হার্ডকপি জমা দিয়েছিল? জবাবে ইলেকটোরাল অফিসার এ,কে, জ‍্যোতি বলেন,”আপনি ব‍্যাপারটা বুঝতে পারছেন না। নিয়ম মেনে অনলাইনে জমা করতে বলা হয়েছিল। ২১ থেকে ২৭ ডিসেম্বর রাত ৮ পযর্ন্ত সময় ছিল। এই নির্দিষ্ট সময়ে CAB জমা করেনি। কাজেই হার্ডকপি জমা করলেও তা গ্রহণ করা হবে না, হয়ও নি। কাজেই CAB কে বাদ দিয়েই আজ ইলেকটোরাল রোলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, BCCI এর পক্ষ থেকে নির্বাচনের জন‍্য অন‍্যান‍্য রাজ‍্য সংস্থার মতো CABকেও মেল করে নাম জমা দেওয়ার জন‍্য জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু CAB নাকি নাম পাঠাতে ভুলেই গিয়েছিল। ভাবা যায়!

বাদ পড়ার ঘটনা নিয়ে সংবাদমাধ‍্যমের কাছে CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন,”আমাদের অফিসের ভুলেই এটা হয়েছে।” প্রসঙ্গত, নিদিষ্ট সময়ে নাম পাঠাতে না পারার কারণ নাকি CAB কর্তাদের ভুলে যাওয়া। একটি সূত্র থেকে জানা যায়, এই CAB অনেক বার যোগাযোগ করে BCCI এর কর্তাদের সঙ্গে। অনেক চেষ্টা করেও নিজেদের নাম ঢোকাতে CAB ব‍্যর্থ হয়েছে। পুড়িয়েছেন নিজেদের মুখ। যা CAB এর মতো এত বড় অ‍্যাসোসিয়েশপের কাছে বিরাট লজ্জার। বর্তমানে প্রশাসনিক কাজের যা ধরন তা মনে হয় পাড়ার ক্লাবের থেকেও খারাপ জায়গায় দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here