◆অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৩৩৮ অলআউট/{দ্বিতীয় ইনিংস} – ৩১২/৬ ডিক্লেয়ার
◆ভারত (প্রথম ইনিংস): ২৪৪/১০ (দ্বিতীয় ইনিংস): ৯৮/২
◆জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩০৯ রান।
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ১০ জানুয়ারি : সিডনি টেস্টের চতুর্থদিনে ভারতকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করাল অস্ট্রেলিয়া। প্রত্যাশামতোই চা পানের বিরতিতেই ৩১২/৬ রানে ডিক্লেয়ার করে অজি বাহিনী। দেড় দিনে ভারতের সামননে ৪০৭ রানের লক্ষ্যমাত্রা খুব সহজ ব্যাপার নয়।

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং করলেন স্টিভ স্মিথ (৮১)। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ক্যামেরন গ্রিন (৮৪) মার্নস লাবুশানে (৭৩)। উলটোদিকে, ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইতিমধ্যে ২ উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। ক্রিজে চেতেশ্বর পূজারা (৯) এবং অধিনায়ক রাহানে (৪)।
প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসও ভাল শুরু করেন রোহিত–শুভমন। প্রথম উইকেটে ৭১ রান যোগ হয়।
ভারতের এখনও প্রয়োজন ৩০৯ রান। হাতে ৮ উইকেট। এই পরিস্থিতিতে সবার নজর থাকবে টেস্টের পঞ্চম দিনেই। কারণ ম্যাচ বাঁচাতে রাহানে-পূজারাই এখন ভরসা ভারতের।

এদিকে, আঙুলে চোট পাওয়ায় চতুর্থ টেস্টে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা। অন্যদিকে,এদিনও বর্ণবৈষম্যর শিকার হয় ভারতের মহম্মদ সিরাজ। এই ঘটনায় ছয় জন দর্শককে মাঠ থেকে বার করে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা। পরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়ে নেয় এসিবি কর্তারা।