‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন গৌতম সরকার,সেরা ফুটবলার বিশাল

0

◆গৌতম সরকার ও অতীতে ইডেনে পেলের সঙ্গে গৌতমের ম‍্যাচ খেলার একটি মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এই বছর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। প্রতি বছরের মতো এই বছরও মোহনবাগান দিবসে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ পুরস্কার দেওয়া হবে গৌতম সরকারকে। শনিবার মন্দারমনিতে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ফুটবল, ক্রিকেট, হকি, অ‍্যাথলেটিক্স এবং সেরা ক্লাব কর্তা ও সমর্থকদের নাম চূড়ান্ত করা হয়েছে।

বর্ষসেরা ফুটবলার বিশাল কাইথ

গৌতম সরকারকে ‘মোহনবাগান রত্ন’ ছাড়াও যারা পুরস্কৃত হবেন তারা হলেন, ◆জীবনকৃতি সম্মান: শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ◆সেরা ফুটবলার: বিশাল কায়েথ (শিবদাস ভাদুড়ি পুরস্কার)
◆সেরা ক্রিকেটার: অর্ণব নন্দী (অরুণ লাল পুরস্কার)
◆সেরা ক্রীড়া সংগঠক: নবাব ভট্টাচার্য (অঞ্জন মিত্র পুরস্কার)
◆সেরা ফরোয়ার্ড: দিমিত্রি পেত্রাতোস (সুভাষ ভৌমিক পুরস্কার)
◆সেরা ক্রীড়াবিদ: মোহর মুখোপাধ্যায় (প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার)
◆সেরা যুব ফুটবলার: এঙ্গসন সিংহ
◆সেরা হকি খেলোয়াড়: নিতীশ নিউপেন (কেশব দত্ত পুরস্কার)
◆সেরা সমর্থক: শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায় (উমাকান্ত পালোধি পুরস্কার)।

প্রসঙ্গত উল্লেখ্য,এই বছর মোহনবাগান দিবস দুই দিন ধরে পালন করা হবে। ২৯ জুলাই ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের একটি ফুটবল ম‍্যাচ হবে। পরের দিন কৃতি ব‍্যক্তিত্বদের পুরস্কৃত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here