◆আহত ফুটবলার জিশানকে ট্যাক্সিতে তুলে দেওয়ার আগে কথা বলছেন আইএফএ সচিব অনির্বান দত্ত, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও গভর্নিং বডির সদস্য চিত্তরঞ্জন দাস। বুধবার রাতে এসএসকেএম হাসপাতালে ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মাথায় বল লেগে মাঠেই জ্ঞান হারালেন চতুর্থ ডিভিশনের মৈত্রী সংঘের ফুটবলার মহম্মদ জিশান। ঘটনাটি ঘটেছে বুধবার রাজস্থান মাঠে। এদিন কলকাতা লিগে রাজস্থান মাঠে চতুর্থ ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মৈত্রী সংঘ ও বেহালা অ্যাথলেটিক ক্লাব। ম্যাচ চলাকালীন হঠাৎ মৈত্রী সংঘের স্টপার মহম্মদ জিশানের মাথার পিছন দিকে বল লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। বল লাগার পর ভুল বকতে শুরু করে। মূহুর্ত্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে জিশান। মাঠে উপস্থিত কর্তাদের শুশ্রূষায় জ্ঞান ফিরে আসে। সেই সময় বেহালা অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা শ্রীমন্ত কুমার মল্লিক(তিনি আবার সিএবির অবজার্ভার কমিটির চেয়ারম্যান) উদ্যোগ নিয়ে জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি অধিরাজ দত্তকে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলেন।

এদিন সব মিলিয়ে লিগের ১৪টি ম্যাচ ছিল। তাই ময়দানের সব মাঠে অ্যাম্বুলেন্স রাখা সম্ভব ছিল না। তবে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ময়দানে ছিল। অধিরাজ তখন আইএফএ সচিব অনির্বান দত্তকে ফোন করে জানান। দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন অনির্বান। সেই অ্যাম্বুলেন্স করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ফুটবালের মাথায় সিটি স্ক্যান করা হয়। ফোনেই ঘনঘন খবর রাখছিলেন আইএফএ সচিব। পরে রাত সাড়ে আটটার সময় আইএফএ অফিস থেকে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, আইএফএ গভর্নিং বডির সদস্য চিত্তরঞ্জন দাসকে সঙ্গে নিয়ে ফুটবলারকে দেখতে হাসপাতালে যান অনির্বান। হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন আইএফএ সচিব। এই ব্যাপারে প্রশ্ন করলে আইএফএ সচিব ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”আহত ফুটবলারের যাবতীয় চিকিৎসা করা হয়েছে। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন,সিটি স্ক্যান করা হয়েছে। তবে ভয়ের কোনও কারণ নেই। ঔষুধ দেওয়া হয়েছে। কটা দিন বিশ্রামে থাকতে বলেছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, চোট পাওয়া ফুটবলার মহম্মদ জিশানের বাড়ি হাওড়ার বাঁকড়াতে। খেলার পাশাপাশি ‘জোম্যাটো’তে কাজ করে। মৈত্রী সংঘ ক্লাবের সূত্র থেকে জানা যায়, এখন তিন চার দিন বিশ্রামে থাকতে হবে জিশানকে। ‘জোম্যাটো’ কাজ করতে পারবেনা। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য ট্যাক্সির ব্যবস্থা করার পাশাপাশি আইএফএ সচিব, অমিত ভদ্র ও চিত্তরঞ্জন দাসের উদ্যোগে সামান্য কিছু টাকাও জিশানের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই ব্যাপারে অনির্বান দত্ত, অমিত ভদ্র ও চিত্তবাবু কিছুই বলতে চাননি। তবে মাঠে এই ঘটনার পরে উদ্যোগ নেওয়ার জন্য বেহালা এসি ক্লাবের কর্তা শ্রীমন্তবাবুকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন আইএফএ সচিব। প্রসঙ্গত,মৈত্রী সংঘ ক্লাবটি বিশ্বরূপ দের। বিশ্বরূপবাবুও ফুটবলার জিশানের খোঁজ নিয়েছেন।