◆সোনারপুর YMSA-এর সেরা আবিস্কার আকাশ প্রামানিক◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবারের আইএফএ-এর নার্সারি লিগের ‘বি’ গ্রুপের (অনূর্ধ্ব-১২) এখনও পযর্ন্ত সেরা আবিস্কার সোনারপুর YMSA -এর আকাশ প্রামাণিক। এখনএ পযর্ন্ত আকাশ চারটি ম্যাচ খেলেছে। গোল করেছে ১৩টি। হ্যাটট্রিক করেছে ৪টি। অর্থাৎ ৪ ম্যাচে ৪টি হ্যাটট্রিক। আকাশ মূলত বাঁ পায়ের ফুটবলার। গতির সঙ্গে ড্রিবল সঙ্গে গোল ক্ষুধা মারাত্মক। এই বয়সে এমন ফুটবলার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভারতের দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও প্রতাপ ঘোষ।

এই বাংলার গ্রামে-গঞ্জে বহু ফুটবল প্রতিভা আছে। কিন্তু উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা না পেয়ে নিঃশব্দে হারিয়ে যায়। এমন বহু উদাহরণ আছে। এই আকাশ প্রামাণিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নাটাগাছি থেকে আরও ভিতরের আরাপাঁচ গ্রামে। বাবা সেই ভাবে কিছুই করেন না। পরিবারের একমাত্র সন্তান আকাশ। তার মা পাড়ায় পাড়ায় জামা কাপড় বিক্রি করে সংসারের খরচ জোগান। অভাবের সংসার। নাটাগাছিতে একটি ফুটবল কোচিং ক্যাম্প আছে। সেই ক্যাম্পে ফুটবল তালিম নিয়েছে আকাশ। কিন্তু তাকে নার্সারি লিগে খেলার জন্য তুলে এনেছেন সোনারপুর YMSA সচিব শঙ্কর বসু।

দুই মাস আগে আইএফএ পরিচালিত অনূর্ধ্ব-১২ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জন্য জেলার দল গড়ার জন্য ফুটবলার বাছাইয়ের সময় শঙ্করের চোখে পড়ে যায়। তখনই তাঁর নিজের ক্লাব সোনারপুর YMSA-এর জন্য তার কোচ ছোটন মান্নাকে প্রস্তাব দেয়। শঙ্কর বসু ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”ট্রায়ালে দেখেছিলাম। আকাশ সহ তিনটি ছেলেকে আমরা নার্সারি লিগে খেলানোর জন্য নিয়ে আসি। খুব ভাল খেলছে। আমাদের জেলায় প্রতিভা আছে। কিন্তু আকাশ যেন একটু আলাদা। আকাশ গ্রামের বাড়িতে থাকলে হারিয়ে যাবে। এখনই কিছু বলতে চাই না। আকাশকে নিয়ে আমরা অন্যরকম ভাবনা চিন্তা করছি।”

আজ,রবিবার সোনারপুর স্পোর্টিং ইউনিয়নকে ৪-০ গোলে হারাল সোনারপুর YMSA ক্লাব। আকাশ তিনটি ও সায়ন মন্ডল একটি গোল করেছে। এদিন, নার্সারি লিগের ‘বি’ গ্রুপের অন্য খেলায় তিনটি হ্যাটট্রিক হয়েছে। বারাকপুর স্পোর্টস অ্যাকাডেমি ৫-২ গোলে হারায় নিউটাউন গ্রিনভ্যালি ইউনাইটেডকে। বারাকপুরের রুদ্র রায় গুপ্ত একাই ৫ টি গোল করেছে।

হাওড়া ফ্রেন্ডস ৪-৩ গোলে হারায় মাকরদহ ইউনাইটেডকে। হাওড়ার হয়ে হ্যাটট্রিক করেছে রাজু মুদি। মিলন সমিতি (নেতাজি নগর) ৬-০ গোলে হারায় খিদিরপুর বয়েস ক্লাবকে। মিলন সমিতির আরুস সাহা হ্যাটট্রিক সহ ৪ টি গোল করেছে।