◆মতুয়া ও মিত্র সম্মিলনী ম্যাচের একটি মুহূর্ত। শুক্রবার টাউন মাঠে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবল মরসুম শুরু হয়ে গেল। শুক্রবার থেকে শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগ। এদিন,গড়ের মাঠের টাউন মাঠে পঞ্চম ডিভিশনের গ্রুপ ‘বি’-এর ম্যাচ দিয়ে এই বছরের কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গেল।

এদিন, একটাই ম্যাচ ছিল। মুখোমুখি হয়েছিল মিলন চক্র ও মতুয়া ফাউন্ডেশন মিত্র সম্মিলনী। এই ম্যাচে মিলন চক্রকে ১-০ গোলে হারাল মতুয়া ফাউন্ডেশন। ম্যাচের অতিরিক্ত সময়ে জয় সূচক গোলটি করে সজল দাস।

পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের ফুটবলারদের সব থেকে বয়স কম। তাই এই বিভাগের অনেক আগে লিগে শুরু করার কারণ বর্ষা আসার আগেই এই বিভাগের লিগ শেষ করা। কাদা মাঠে যাতে ছেলেরা চোট না পেয়ে যায় তার জন্যই আইএফএ আগেই লিগ শুরু করল।

এদিন লিগ শুরুর মুহূর্তে টাউন মাঠে উপস্থিত ছিলেন, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বান দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস,সহসচিব রাকেশ (মুন) ঝাঁ, নজরুল ইসলাম, সুফল গিরি প্রমুখ। বেলুন উড়িয়ে এবারের লিগ শুরু করেন আইএফএ কর্তারা।

আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”আমরা কাদা মাঠটা এড়াতে চেয়েছি বলেই এই ডিভিশনের খেলা আগে শুরু করলাম। আশাকরছি বর্ষা আসার আগেই এই ডিভিশনের খেলা শেষ করে দিতে পারব। পরবর্তী সময়ে অন্যান্য ডিভিশনের খেলাগুলোও শুরু করে দিতে পারব।”