আজ, আইএসএলে মহারণ, জিততে মরিয়া দুই প্রধান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শুক্রবার ডার্বি ম‍্যাচ। কে জিতবে? আইএসএলে এসসি ইস্টবেঙ্গল শুরুই করছে ডার্বি ম‍্যাচ দিয়ে। শুরুতেই মর্যাদার ম্যাচ। প্রথমবার লাল হলুদের ডাগ আউটে বসবে ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তী রবি ফাওলার। ডার্বি ঘিরে ভারতীয় ফুটবলে উত্তেজনা। ভারতীয় ফুটবলে নিউ কামার হলেন রবি ফাউউলার। জিততে পারবেন? নাকি শেষ হাসি হাসবেন হাবাস?

▪এটিকে মোহনবাগান▪
▪শক্তি▪
কোচ হাবাসের ম‍্যাচ রিডিং খুব ভাল। রক্ষণ আর আক্রমণ সামলে ফুটবল খেলে।
◆ ফর্মেশন
•৩-– ২ ফর্মেশননে খেলতে বেশি পছন্দর।

দুর্বলতা
▪ কোচ হাবাস মেজাজ হারান ঘন ঘন।
◆ইস্টবেঙ্গল ◆
শক্তি – আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন ফাউলার।
দুর্বলতা – কোচ হিসেবে অভিজ্ঞ নয়।

হাতে সময় কম হলেও দ্রুত মানিয়ে নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্য দলকে তৈরি করেছেন কোচ রবি। যাতে মানসিকভাবে তরতাজা হয়ে ফুটবলাররা মাঠে নামতে পারেন। ইতিমধ্যে দলের অধিনায়ক হিসেবে ড্যানিয়েল ফক্সকে আর্মব্যান্ড তুলে দেওয়ার পাশাপাশি পিলকিংটনকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছেন লাল হলুদ হেডস্যার। ফাওলার বলেন, ” জয় দিয়ে Iআইএসএল যাত্রা শুরু করাটাই আমাদের কাছে লক্ষ‍।”
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা প্র্যাকটিস ম্যাচে পাসিং ফুটবলের ঝলক দেখা গিয়েছিল । দলে জেজে লালপেকলুহা, এগুয়েনসন লিংডো, বলবন্ত সিংয়ের মত ফুটবলার থাকার পাশাপাশি নারায়ণ দাস রয়েছেন। ছয় জন বিদেশি ফুটবলারের তালিকায় ড্যানিয়েল ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাক মাঘোমার মত ফুটবলারের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রবি ফাওলারকে ভরসা দিচ্ছে। তিনি বলেন, “আমার দলে নেতার অভাব নেই । তবে ড্যানি নেতাদের মধ্যে নেতা । আমার বিশ্বাস রয়েছে ড্যানিয়েলের ওপর।”

তিলক ময়দানের আয়তন তুলনায় ছোটো। সেখানে দ্রুত পাসিং ফুটবল কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস জুটি যেকোনও রক্ষণের আতঙ্ক । সামান্য ভুল কাজে লাগিয়ে রয় কৃষ্ণা গোল ছিনিয়ে নিতে পারেন তা কেরালা ম্যাচে চোখে পড়েছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্কের ।

বড় ম‍্যাচ নিয়ে তাই ঝিঙ্গান জানালেন, ‘‘ কলকাতা ডার্বি শুধু এই দেশের নয়, বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণের কেন্দ্র। সব ফুটবলারের স্বপ্ন থাকে এই ম্যাচে মাঠে নামার। আশাকরি সেরাটাই দেব।”সতর্ক থাকতে চাইছেন এটিকের মোহনবাগানের সবাই।

চলতি মরসুমে প্রথমবার মোহনবাগানের জার্সিতে খেলতে এসেছেন সন্দেশ ঝিঙ্গান । গত মরসুমে চোটের জন্য মাঠে নামতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর । সেদিক থেকে এ বছরের আইএসএল তাঁর কাছে প্রত্যাবর্তনের মঞ্চ।

ঝিঙ্গানের কথায়, ‘‘ সদস্য সমর্থকরা আবেগ তাড়িত । তবে আমি আবেগে ভাসতে রাজি নই । আমাদের একটাই লক্ষ্য, ভালো খেলতে হবে । প্রতিপক্ষকে গোল করতে দেব না, অপরাজিত থেকে মাঠ ছাড়তে হবে আমাদের।’’ আন্তেনিও লোপেজ হাবাসের দলের তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস। রবি ফাওলারের মত ফুটবল ব্যক্তিত্ব এবার ইস্টবেঙ্গলের ডাগ আউটে থাকবেন । শুধু তাই নয়, খাতায় কলমে লাল হলুদের বিদেশি ফুটবলাররা যথেষ্ট আকর্ষক । সব কিছু মাথায় রেখেই রয় কৃষ্ণা বলেছেন, ‘‘রবি ফাওলার দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমি কখনও খেলিনি । তবে কোচ রবি ফাওলারের কাছে আমি মাস তিনেক ছিলাম । ফুটবলার জীবনের শুরুতে কুইন্সল্যান্ড ফিউরিতে ট্রায়াল দিতে গিয়ে কোচ ফাওলারের সঙ্গে পরিচিত হয়েছিলাম । তাছাড়া ওদের কোনও বিদেশিকে চিনি না ৷’’ প্রায় একই সঙ্গে যোগ করেছেন, ‘‘বলবন্ত সিং, শেহনাজদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে।’’প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের রক্ষণের সামান্য ভুল কাজে লাগিয়ে বাজিমাত করেছিল মোহনবাগান । এবার সামনে ইস্টবেঙ্গলের রক্ষণ টপকানোর চ্যালেঞ্জ । তাই তিন পয়েন্ট নিয়ে ফেরাটাই এটিকে মোহনবাগানের পাখির চোখ বলে জানাচ্ছেন ফিজির স্ট্রাইকার। ডেভিড উইলিয়ামস বলেছেন,‘‘ডার্বির গুরুত্ব আমি জানি । দলের সব সদস্য এই ম্যাচটি জিততে মরিয়া।”
এটিকে মোহনবাগান কোচ হাবাস বলেছেন,”ডার্বি ম‍্যাচ নিয়ে দলের সবাই সতর্ক। গুরুত্ব বোঝে। জেতা ছাড়া কিছু ভাবছি না। ” বলেছেন হাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here