ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ড্রাগন বোটিংয়ে দুরন্ত সাফল্য বাংলার। সম্প্রতি বিহারে অনুষ্ঠিত দশম ওপেন ও প্যারা ড্রাগন বোট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জয় বাংলার। গত ২৭ এপ্রিল বিহারে ন্যাশনাল স্তরে বাংলা টিম ইভেন্টে তিনটি সোনা (প্যারা মেনস ৫০০ মিটার ও প্যারা মিক্সের ২০০ মিটারে একটি সোনা জয় করেছে। এছাড়াও মিক্সড ওপেন টিম ইভেন্টের ১০০০ মিটার ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছে বাংলা। এই ন্যাশনালে ২৩ টি রাজ্যের ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

বাংলার ড্রাগন বোটিংয়ে এই সাফল্য নিয়েই বৃহস্পতিবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানায় বেঙ্গল ড্রাগন অ্যান্ড ট্র্যাডিশনাল বোট অ্যাসোসিয়েশনের কর্তারা। উপস্থিত ছিলেন সোনা জয়ী বাংলার খেলোয়াড়রাও।
এই ড্রাগন বোটের প্রসারের জন্য রাজ্য সংস্থা আগামী জুলাই মাসে রাজ্য লিগ করতে চলেছে। মোট ১৮টি জেলা এই রাজ্য লিগে অংশ নিতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে চিনে এশিয়ান গেমস হবে। সেই এশিয়ান গেমসের জন্য জুলাই মাসে ভারতীয় দলের শিবির হবে কলকাতায়।