ATK মোহনবাগানকে সমর্থন করতে গোয়া যাচ্ছেন অরূপ-অনির্বান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আইএসএলে ফাইনালে এটিকে মোহনবাগানকে সমর্থন করতে গোয়া যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বান দত্ত। এটিকে মোহনবাগানের জয় মানেই বাংলার ফুটবলের জয়। সেটাকে মাথায় রেখেই ম‍্যাচের দিন,শনিবার সকালের বিমানে গোয়া যাচ্ছেন অরূপ বিশ্বাস ও অনির্বান দত্ত। সেই দিনই গোয়া যাচ্ছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

মোহনবাগানের এক অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (ফাইল ছবি)

গতকাল এক বৈঠক চলার সময় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ক্রীড়ামন্ত্রীকে গোয়া যাওয়ার নির্দেশ দেন। মন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে এটিকে মোহনবাগানকে সমর্থন করতে গোয়া যাচ্ছেন। একই দিনে আইএফএ সচিবও গোয়া যাচ্ছেন। তিনি বলেন,”এটিকে মোহনবাগান তো বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে। বাংলার সম্মান ওদের হাতে। আশাকরি বাংলাকে ভারত সেরা করেই মাথা উঁচু করে কলকাতায় ফিরবে এটিকে মোহনবাগান।” গত ১৩ ফেব্রুয়ারি সেমিফাইনালে জয় পাওয়ার পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন,”বাংলার কথা ভেবে সবাই এটিকে মোহনবাগানকে সমর্থন করুন। পাশে থাকুন।” মুখ‍্যমন্ত্রী নিজে মোহনবাগানের সাফল‍্য কামনা করেছেন। তিনি দেবাশিস দত্তকে ট্রফি জিতে ফিরে আসতে বলেছেন। পাশাপাপাশি আইএফএ সচিব অনির্বান দত্ত মোহনবাগানের সমর্থনে গোয়া যাচ্ছেন। সব মিলিয়ে বাংলা ফুটবলের ক্ষেত্রে ভাল বিজ্ঞাপন।

স্বপন ব‍্যানার্জি ও দেবাশিস দত্তর সঙ্গে আইএফএ সচিব অনির্বান দত্ত (ফাইল ছবি)

এদিকে, ফাইনাল ম‍্যাচ দেখতে নিজের দেশ থেকে সোজা গোয়া পৌঁছে যাচ্ছেন বাগানের ফুটবলার জনি কাউকো। আইএসএলের শুরু কিছু পড়েই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় কাউকেকে। কিন্তু টিম ম‍্যানেজমেন্ট মনে করেছে, এই ফাইনালে দলের সকল ফুটবলাররা গোয়ায় আসুক। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শনিবার গোয়ায় সন্ধ‍্যায় আইএসএলের ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও এটিকে মোহনবাগান। আর সেই কারণেই কলকাতা থেকে বহু সবুজ-মেরুন সমর্থক গোয়া যাচ্ছেন। বেঙ্গালুরুর ফুটবলার সুনীল ছেত্রীর শাশুড়ি লতা ভট্টাচার্যও গোয়া যাচ্ছেন। তাঁর সঙ্গে সুব্রত ভট্টাচার্যেরও গোয়া যাওয়ার সম্ভাবনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here