◆সুনন্দ ধর (ফাইল ছবি)◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) – এর সহসচিব পদ থেকে পদত্যাগ করলেন সুনন্দ ধর। সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেন বলে জানা গিয়েছে। সুনন্দ কলকাতার ছেলে। স্পোর্টস ম্যানেজমেন্টে কাজ করতেন। পরে ২০১০ সালে এআইএফএফে যোগ দিয়েছিলেন। তারপর থেকে কুশল দাসের সঙ্গে জুটি বেঁধে কাজ করে আসছিলেন। ওই সময় তিনি ছিলেন আই লিগের সিইও।

প্রশ্ন উঠছে কি এমন হল যে সুনন্দকে পদত্যাগ করতে হল? ফোন করলে তিনি কোনও উত্তর দেননি। তবে বিশ্বস্থ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন সুনন্দ। তাঁর পদত্যাগের ব্যাপারে সোমবার গভীর রাত পযর্ন্ত ফেডারেশনের থেকে কিছুই জানায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ফেডারেশনের বর্তমান কমিটির সঙ্গে ঠিক ভাবে মানিয়ে চলতে পারছিলেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এআইএফএফের নির্বাচনের পর সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। সচিব পদে এসেছেন সাজি প্রভাকরণ। আর সহসচিব পদে ছিলেন সুনন্দ। আরও জানা যায়, এআইএফএফের বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। তাই নিয়ে একটা চাপা অশান্তি ও গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি ‘ইনসাইড স্পোর্টস।’