সিএবি প্রতিষ্ঠা দিবসে ফ্র‍্যাঙ্ক ওরেল ডে ঘিরে উৎসবের আবহ

0

◆ফ্র‍্যাঙ্ক ওরেল ডে – এর রক্তদান শিবিরে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গুলি, লক্ষ্মীরতন শুক্লা ও মনোজ তিওয়ারি। শুক্রবার ইডেনে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ ফেব্রুয়ারি : সিএবি (ক্রিকেট অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র ৯৫ তম প্রতিষ্ঠা দিবসেই ঘটা করেই পালিত হল ফ্র‍্যাঙ্ক ওরেল ডে। প্রতি বছরের মতোই শুক্রবারও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ফ্র‍্যাঙ্ক ওরেলকে শ্রদ্ধা জানিয়ে হল রক্তদান শিবিরও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি শীর্ষস্থানীয় কর্তা থেকে বিভিন্ন ক্লাবের কর্তারা। এসেছিলিন আইএফএ সচিব অনির্বান দত্তও।

ফ্র‍্যঙ্ক ওরেলের ছবিতে এদিন সকাল থেকেই ফুল মালা দেন ময়দানের বিশিষ্ঠজনেরা

এদিন রনজি ম‍্যাছ শেষ হওয়ার পর বাংলা দলের ক্রিকেটার থেকে স্নেহাশিস গাঙ্গুলি,অভিষেক ডাললমিয়া রক্তদাতাদের সঙ্গে বেশ কিছুক্ষন সময় কাটান। সিএবির প্রতিষ্ঠা দিবসে এসে শুভেচ্ছা জানিয়ে গেলেন লেফটেন্যান্ট আর্মি কমান্ডার জেনারেল রানা প্রতাপ কালিতা।

লেফটেন্যান্ট আর্মি কমান্ডার জেনারেল রানা প্রতাপ কালিতার হাতে ব‍্যাটের স্মারক তুলে দিচ্ছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর ৩ ফেব্রুয়ারি দিনটি ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবে উদযাপিত হয়। ১৯৮১ সাল থেকে প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যর ফ্র্যাঙ্ক ওরেলের নামাঙ্কিত রক্তদানের এই কর্মসূচি করে আসছে সিএবি। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক ছিলেন অধিনায়ক নরি কন্ট্রাক্টর।

নরি কনট্রাক্টরের সেই চোট পাওয়ার মুহূর্ত। (ফাইল ছবি)

প্রথম টেস্টে হারের পর ভারত দ্বিতীয় টেস্টের আগে বার্বাডোজের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। সেই প্রস্তুতি ম‍্যাচে চার্লস গ্রিফিথের একটি বল সোজা গিয়ে কন্ট্রাক্টরের মাথায় লাগে। মারাত্বক চোট পান নরি। ত্রিনিদাদ থেকে আনা হয় এক বিশিষ্ট চিকিৎসককে। দীর্ঘক্ষণ ধরে চলে অপারেশন। সে সময় প্রচুর রক্তের প্রয়োজন হয়। সফররত ভারতীয় দলের চাঁদু বোরদে, পলি উমরিগড় ও বাপু নাদকার্নির রক্তের গ্রুপ কন্ট্রাক্টরের রক্তের গ্রুপের সঙ্গে মিলেছিল। তাঁরা রক্ত দেওয়ার পরও আরও রক্তের প্রয়োজন ছিল। সেই সময় নরি কনট্রাক্টরের জীবন বাঁচাতে ফ্র্যাঙ্ক ওরেল ও তাঁর সতীর্থরা রক্ত দিয়েছিলেন। ফ্র‍্যাঙ্ক ওরেলের এমন এই মানবিক উদ্যাগে অপারেশন সফল হয়, ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন কন্ট্রাক্টর। তবে আর কোনও দিন ভারতীয় দলে ফিরে আসতে পারেননি। ফ্র‍্যাঙ্ক ওরেলের মানবিক দিক বিচার করেই সিএবি প্১৯৮১ সাল থেকে নিজেদের প্রতিষ্ঠা দিবসে ‘ফ্র‍্যাঙ্ক ওরেল ডে’ রক্তদান শিবির করে আসছে।

তবে ১৯৬৭ সালের ১৩ মার্চে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ১৯৬৭ সালের ১৩ মার্চ মাসে মাত্র ৪২ বছর বয়সে মৃত‍্যু হয় ফ্র‍্যাঙ্ক ওরেলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here