◆বিতর্কিত মুহূর্ত, রোনাল্ডোর মাথায় বল স্পর্ষই করেনি◆
◆ব্রাজিল: ১ (ক্যাসেমিরো)
◆সুইজারল্যান্ড: ০
◆পর্তুগাল – ২ ( ব্রুনো ফার্নান্ডেজ)
◆উরুগুয়ে – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পর পর দুই ম্যাচে জিতে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। সোমবার নিজেদের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করল ব্রাজিল। একই সঙ্গে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে পর্তুগালও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।

নেইমার হীন ব্রাজিল ছিল নিজের ছন্দে। প্রথমার্ধে সুইজারল্যান্ড বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে ব্রাজিল। নিজেদের রক্ষণ সামলাতে নিছে নেমে এসে খেলতে থাকে সুইজারল্যান্ড।

ব্রাজিলকে প্রায় আটকে রাখতে পেরেছিল ৮৩ মিনিট পযর্ন্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮৪ মিনিটে কাসেমিরো জয়সূচক গোলটি করেন। যদিও ম্যাচের ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ গোল করেছিলেন। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ব্রাজিল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে।

এদিকে একই দিনে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্ডেজ। আর প্রথম গোলটি নিয়ে বিতর্কের মধ্যে পড়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের ভাসানো বলে মাথা ছোঁয়ানোর জন্য ঝাঁপান রোনাল্ডো। বল উরুগুয়ের জালে ঢুকলে রোনাল্ডো নিজের গোল বলে দাবি করে উচ্ছাস প্রকাশ করেন। পরে রিপ্লেতে একাধিকবার দেখা যায় ব্রুনোর ভাসানো বলে রোনাল্ডোর মাথা স্পর্ষ করেনি। কাজেই গোলটি শেষ পযর্ন্ত ব্রুনোর দখলেই যায়। পরে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ফের গোল করেন ব্রুনো। দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল।