ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রবিবার শহর কলকাতায় হয়ে গেল ইস্টার্ন ইন্ডিয়া জাতীয় দেহ সৌষ্ঠব (বডি বিল্ডিং ) প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পরে কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা (পুরুষ ও মহিলা) অংশ নেয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বাংলার ছেলে-মেয়েরাও ছাড়াও অসম,মনিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছিলেন।

ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন,”বহু বছর পর এই প্রতিযোগিতা কলকাতা শহরে করতে পেরে ভাল লাগছে। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সংস্থার সবার ভূমিকা আছে। আর যেভাবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এসে উৎসাহ দিয়ে গেলেন তার জন্য অনেক ধন্যবাদ। জানাই।” এই প্রতিযোগিতায় এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করেন।

এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের সচিব চেতন পাঠান। ছিলেন ৩ বারের ‘বিশ্বশ্রী’ ও ৯ বারের ‘ভারতশ্রী’ প্রেমচাঁদ ডেকরা।

সংস্থার সচিব সুদীপ্ত সেনগুপ্ত বলেন, দিল্লি থেকে পদাধিকারীরা এসেছিলেন। গত দুই দশক পর দেহ সৌষ্ঠবের জাতীয় স্তরের প্রতিযোগিতা করাটা আমাদের কাছে খুব ইতিবাচক দিক।”