উঃদিনাজপুর◆ রাখীর হ‍্যাটট্রিক, সায়নী গোল্ড কাপে চ‍্যাম্পিয়ন নন্দঝড়

0

◆চ‍্যাম্পিয়ন নন্দঝড় ছাত্র সমাজ,মঙ্গলবার রায়গঞ্জের টাউন ক্লাবের মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা গড়ের মাঠে কন‍্যাশ্রী কাপের আগে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার প্রধান শহর রায়গঞ্জে হয়ে গেল মহিলাদের মেগা ফুটবল প্রতিযোগিতা। যে সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করল সেটাও প্রথম।

সেরা ফুটবলারকে পুরস্কৃত করছেন ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত দীপক মন্ডল

উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট রায়গঞ্জ শহরে প্রথমবারই সাফল‍্য পেয়ে খুশি সংস্থার কর্তারা। প্রসঙ্গত এই সংস্থার সভাপতি তৃণমূল সাংসদ দোলা সেন। মূলত তাঁর সহযোগিতায় বাংলার ক্রীড়া জগতে মহিলাদের ক্রীড়া উন্নয়নের উদ্দেশ‍্যে এই সংস্থা শুধু ফুটবল নয়,বিভিন্ন জেলায় বিভিন্ন খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। গত ৫ নভেম্বর রায়গঞ্জের টাউন ক্লাবে এসে মহিলা ফুটবলারদের ও সংস্থার জেলা কর্তাদের প্রশংসা করে দোলা সেন বলেছেন,”মাননীয় মুখ‍্যমন্ত্রী বাংলার মেয়েদের ক্রীড়া উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট কন‍্যাশ্রী কাপ। শুধু ফুটবল নয়, মুখ‍্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলায় জেলায় মেয়েদের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করবে মহিলা ক্রীড়া সংস্থা।”

টুর্নামেন্টের মাঝে ফুটবলারদের সঙ্গে করমর্দন করছেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সাংসদ দোলা সেন

এই প্রথম “সায়নী গোল্ড কাপ ” দিয়ে মহিলাদের লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয় ৩ নভেম্বর। মঙ্গলবার ছিল এই প্রতিযোগিতার ফাইনাল ম‍্যাচ। ফাইনালে মুখোমুখি হয়েছিল নন্দঝর ছাত্র সমাজ ও হাতিয়া উচ্চ বিদ্যালয়। হাতিয়া উচ্চ বিদ‍্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন হল ইসলামপুরের নন্দঝড়। হ‍্যাটট্রিক করেন রাখী মন্ডল।

রাখীর হাতে ম‍্যান অফ দ‍্য টুর্নামেন্ট পুরস্কার তুলে দিচ্ছেন উঃদিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম‍্যান অরিজিত ঘোষ

এই রাখী টুর্নামেন্টে ১৫ টি গোল করে সবাইকে চমকে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই ম‍্যাচের ও টুর্নামেন্টের সেরা হিসেবে রাখীকেই বেছে নেওয়া হয়েছে। সেরাদের পুরস্কার তুলে দেন ভারতের প্রাক্তন ফুটবলার ‘অজুর্ন’ পুরস্কারপ্রাপ্ত দীপক মন্ডল সংস্থার চেয়ারম্যান অরিজিৎ ঘোষ। প্রসঙ্গত আগামী ডিসেম্বরে ঐতিহ্যবাহী ‘কুলদা কান্ত ফুটবল টুর্নামেন্ট শুরু হবে রায়গঞ্জ শহরের টাউন ক্লাবের মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here