ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুরন্ত ছন্দে থাকা ভবানীপুর আটকে গেল। আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশনের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপের খেলায় এরিয়ানের সঙ্গে গোলশূন্য ড্র করল ভবানীপুর। মহম্মদ ফরিদ ও আদামার গোলে জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। জর্জের হয়ে গোলদাতা সৌগত হাঁসদা।
অপর ম্যাচে ক্যালকাটা কাস্টমস ও বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। রেলওয়ে এফসি ২-০ গোলে হারাল পিয়ারলেসকে। রেলের হয়ে গোল করেছেন চাবালা ও ইডি। সাদার্ন সমিতি ৩-০ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে। সাদার্নের হয়ে ডগলাস দুটি ও অর্জুন একটি গোল করেছেন।

এদিন প্রথম ডিভিশনের ছ’টি ম্যাচ ছিল। বিএনআর ১-০ গোলে হারায় হাওড়া ইউনিয়নকে। ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ও মৌরি স্পোর্টিং ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। ডায়মন্ড হারবার এফসি ১-০ গোলে হারায় ইউনাইটেড স্টুডেন্টকে। আর্মি রেড ৩-১ গোলে হারায় অনুশীলনীকে। সিটি ক্লাব ১-০ গোলে হারায় সালকিয়া ফ্রেন্ডসকে। ঐক্য সম্মিলনী ও বড়িষা ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

এদিন চতুর্থ ডিভিশনের খেলায় যাদবপুর অগ্রগামী ১-০ গোলে হারায় শ্যামবাজার ইউনাইটেডকে। জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ১-০ গোলে হারায় দক্ষিণ কলিকাতা সংসদকে। আরটি স্পোর্টিং ১-০ গোলে হারায় ওয়াইএমসিএ (কলেজ)কে।