জিতল ইউনাইটেড, বিএসএস, কাস্টমস, হারল খিদিরপুর, জর্জ

0

◆ইউনাইটেডের তারক হেমব্রম◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পর পর দুই ম‍্যাচে জয় পেয়ে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। শুক্রবার দমদমের অমল দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের খেলায় জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারাল ইউনাইটেড। জয়সূচক গোলটি করেছেন তারক হেমব্রম।

ইউনাইটেড জিতে লিগের শুরুটা ভাল করলেও পর পর দুই ম‍্যাচে হেরে চাপে পড়ে গেল জর্জ টেলিগ্রাফ। সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে ফিরতে হলে জর্জকে এখন পরের ম‍্যাচগুলি জিততেই হবে।

বিএসএস-খিদিরপুর ম‍্যাচের একটি মুহূর্ত। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে

এদিকে, শতাব্দী প্রাচীন ক্লাব খিদিরপুর স্পোর্টিং হার দিয়ে লিগ অভিযান শুরু করল। এদিন একই ডিভিশনে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বিএসএসের কাছে ২-০ গোলে হেরে গেল খিদিরপুর। গত বছরের থেকে এবার ভাল দল গড়েও শুরুটা ভাল করতে পারল না খিদিরপুরপুর। পাশাপাশি ইউনাইটেডের মতোই পর পর দুটি ম‍্যাচ জিতে চমৎকার জায়গায় থাকল বিএসএস। তারা পরপর সাদার্ন ও খিদিরপুরকে হারাল। এদিন বিএসএসের হয়ে দুটি গোল করেছেন বিদেশি ফুটবলার সেসে।

রেলওয়ে এফসি-এরিয়ান ম‍্যাচের একটি মুহূর্ত। কাঁকিনাড়ার মাঠে

অন‍্যদিকে ক‍্যানিংয়ের মাঠে টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারাল ক‍্যালকাটা কাস্টমস। নরহরি দুটি ও রবি একটি গোল করেছেন। টালিগঞ্জের হয়ে গোল করেছেন ক্রোমা। পরপর দুই ম‍্যাচে জয় পেয়ে ভাল জায়গায় থাকল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস। কাঁকিনাড়ায় রেলওয়ে এফসি ২-০ গোলে হারাল এরিয়ানকে। রেলের মনোতোষ মাঝি দুটি গোল করেছেন। ফের হার সাদার্ন সমিতির। কল‍্যাণীতে ভবানীপুর ১-০ গোলে হারাল সাদার্নকে।

এদিন তৃতীয় ডিভিশনের খেলায় গ্রিয়ার স্পোর্টিং ১-০ গোলে হারায় কালিঘাট ক্লাবকে। পঞ্চম ডিভিশনের খেলায় শিবপুর ইনস্টিটিউট ১-০ গোলে হারায় ওরিয়েন্ট ক্লাবকে। যুগশান্তি ও এভারগ্রিন ম‍্যাচ গোলশূন‍্যভাবে শেষ হয়েছে। কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ক‍্যালকাটা ইউনাইটেডকে। টাউন মাঠে নিবেদিতা ক্লাব দল না আসায় তিন পয়েন্ট পেয়ে গেল অরুনাদয় ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here