বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা,ব‍্যাটিং কোচ রমন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত‍্যাশিতভাবেই বাংলা ক্রিকেট দলে কোচ হলেন লক্ষ্মীরতন শুক্লা। সোমবার সিএবি কর্তারা নতুন কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। আজ, মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করল সিএবি। কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লাকে বেছে নেওয়ার পাশাপাশি ব‍্যাটিং কোচ হিসেবে ডব্লিউ ভি রমনকে নিয়োগ করল সিএবি।

কে কোচ হবেন সেই নিয়ে আলোচনায় উঠে আসে ওয়াসিম জাফর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো নাম। কিন্তু সব থেকে বেশি শোনা যাচ্ছিল লক্ষ্মীরতন শুক্লর নাম। লক্ষ্মী বাংলার প্রাক্তন অধিনায়ক, দীর্ঘ দিন বাংলার হয়ে খেলেছেন। অরুণ লালের মতোই ফাইটার। ভারতীয় দলের হয়ে খেলেছেন। অতীতে ডব্লিউ ভি রমন যখন কোচ ছিলেন তখন লক্ষ্মী ছিলেন ক্রিকেটার। সেই সময় মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছিল বাংলা। সেই ম‍্যাচে শতরান ও বল হাতে চারটে উইকেট নিয়ে কার্যত বাংলাকে চ‍্যাম্পিয়ন করেন লক্ষ্মী। এবার সেই লক্ষ্মী আর রমন জুটি বাংলার দায়িত্বে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েজিলেন লক্ষ্মী। ২০১৬ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। হাওড়া উত্তর থেকে বিধায়ক হওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। পাঁচ বছর সেই দায়িত্ব সামলানোর পর গত বিধান সভা নির্বাচনের আগে রাজনীতিই ছেড়ে দিয়েছেন লক্ষ্মী। ফের ফিরে আসেন মাঠে। বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল লক্ষ্মীর কাঁধে।

বাংলা সিনিয়র দলের কোচ হওয়ার পর লক্ষ্মী বলেন,”এই দায়িত্ব পেয়ে ভাল লাগছে। নতুন চ‍্যালেঞ্জ আমার ভাল লাগে। কোচ হিসেবে নিজের সেরাটাই দেব”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here