ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার ফুটবল এবং আইএফএ-এর পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জেলা ফুটবল,স্কুল ফুটবল থেকে মাঠ সমস্যা,এমনকি প্রয়োজনে আর্থিক সাহায্যও করবে রাজ্যের ক্রীড়ামন্ত্রক।
মঙ্গলবার আইএফএ-এর নব নির্বাচিত প্রতিনিধিদের নিজের দফতরে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী। আইএফএ সচিব অনির্বান দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত এবং তিন সহসভাপতি ও কোষাধ্যক্ষ।

এদিন,সৌজন্যমূলক সাক্ষাতের সময় ক্রীড়ামন্ত্রী আইএফএ কর্তাদের বলেন, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য ক্রীড়া দফতর আইএফএকে সাহায্য করবে। মন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ কর্তাদের আশ্বস্ত করে বলেন,মাঠ সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না। লিগটা ভাল ভাবে হোক। আসন্ন ডুরান্ড কাপে যাতে মাঠ সমস্যা না হয় তার জন্যও আশ্বস্ত করেছেন মন্ত্রী। বেশ কিছু মাঠের ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছেন বলে সূত্রের খবর। শুধু মাঠের সমস্যা নয়, জেলায় জেলায় ফুটবল,স্কুল,কলেজ ফুটবল টুর্নামেন্টকে রাজ্য ক্রীড়ামন্ত্রক সাহায্য করবে। প্রয়োজনে জেলার ফুটবলে আর্থিক সাহায্য করা হবে বলে অরূপ বিশ্বাস জানিয়েছেন।

পাশাপাশি বাংলা দলের (পুরুষ ও মহিলা) জন্য সব রকম ভাবে পাশে থাকবে রাজ্য ক্রীড়ামন্ত্রক। ক্যাম্প চলাকালীন নির্বাচিত ফুটবলারদের জন্য থাকা,খাওয়া সহ সব সুযোগ সুবিধা পাবেন ফুটবলাররা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির প্রস্তাবে রাজি হয়ে জেলার ফুটবলারদের কলকাতায় থাকার ব্যবস্থা করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দুরের জেলার যে সমস্ত ফুটবলাররা কলকাতা লিগে খেলবেন,এবার থেকে তারা যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাসে থাকতে পারবেন।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবল ও আইএফএ-এর পাশে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাই দেখে আপ্লুত আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি বলেন,”বাংলার ফুটবলের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে এগিয়ে আসছেন তাতে কোনও প্রশংসা যথেষ্ট নয়। তাঁকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমাদের যা যা পরিকল্পনা আছে সব ক্ষেত্রেই রাজ্য ক্রীড়া দফতর সাহায্য করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন। রাজ্যের সামগ্রিক ফুটবলের উন্নয়নে রাজ্য ক্রীড়া দফতরের সাহায্য খুব দরকার। ক্রীড়ামন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকছেন। আশা করছি সুষ্ঠুভাবে বাংলার ফুটবল এগিয়ে যাবে।”