ঋদ্ধিকে হুমকিঃ সাংবাদিক বোরিয়াকে নির্বাসনে পাঠাল বোর্ড

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এটা হওয়ারই ছিল। সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল। বুধবার সরকারি ভাবে তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হ‍্যাঁ, ঋদ্ধিমান সাহাকে টেক্সট করে হুমকি দেওয়ার কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন সাংবাদিক বোরিয়া মজুমদার। তাকে দু’বছর নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দু’বছর ভারতে অনুষ্ঠিত কোনও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ম্যাচে মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে না। বোর্ডের সঙ্গে যেসব ক্রিকেটারের সেন্ট্রাল চুক্তি আছে, তাঁদের ইন্টারভিউ নিতে পারবেন না বোরিয়া মজুমদার। বিসিসিআই এবং রাজ্যের ক্রিকেট বোর্ডের থেকে কোনও সুযোগ সুবিধা নিতে পারবেন না। এমনকি কোনও মাঠেও ঢুকতে পারবেন না। এই মর্মে সমস্ত রাজ‍্য ক্রিকেট অ‍্যাসোসিয়েশনকে মেল করে জানিয়ে দিয়েছে বোডা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছিল বোর্ড। সেই কমিটিতে ছিলেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। তদন্তের পর বোরিয়াকে দুই বছরের জন‍্য নির্বাসনে পাঠায়। বুধবার তা সরকারি ভাবে জানায় বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here