মোহনবাগান ক্লাবে ধুন্ধুমার,ভাঙল সত‍্যজিতের গাড়ি,আহত ৩

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১২ মার্চ : আসন্ন ক্লাব নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে ধুন্ধুমার। চললো মারামারি। কিছু ব‍্যক্তি ক্রিকেট ব‍্যাট নিয়ে প্রাক্তন ফুটবলার ও সহ সচিব সত‍্যজিত চ‍্যাটার্জির গাড়ি ভাঙচুরও করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই গন্ডগোলে তিন জন আহত হয়েছেন।

শনিবার ছিল ক্লাবের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেলে হঠাৎই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ক্লাব তাঁবুর বাইরেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন কিছু ব‍্যক্তি। ক্রিকেট ব্যাট, উইকেট নিয়ে চলে মারপিট। কে বা কারা মারামারি করলেন,কি নিয়ে আক্রমণ করা হল তা পরিস্কার নয়। এই ব‍্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

বিকেলে ময়দান থানার পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করে। এই ব‍্যাপারে সত‍্যজিৎ চ‍্যাটার্জি জানান,”যা ঘটনা ঘটেছে ক্লাব তাঁবুর বাইরে ঘটেছে। আমার গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে।”


সংবাদমাধ‍্যমকে দেবাশিস দত্ত বলেছেন,ক্লাবের বাইরে কে কি করছে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মোহনবাগানের এত সমর্থক আছে। এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here