৬ সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ, আপাতত বন্ধ কন‍্যাশ্রী কাপও

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ জানুয়ারি : করোনার দাপটে ৬ সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ। কদিন আগেই ১১ জন ফুটবলার ও কর্তা করোনা পজিটিভ হওয়ার পর ৩ জানুয়ারি পযর্ন্ত স্থগিত করা হয়েছিল আই লিগ। আজ, সোমবার আই লিগ কমিটির সদস‍্যরা জরুরি বৈঠকে বসেন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবং অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে ছয় সপ্তাহ লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। চার সপ্তাহের মাথায় ফের রিভিউ মিটিংয়ে বসবেন কর্তারা। তারপর পরবর্তী পদক্ষেপ করবে কমিটি।

এদিনের এই বৈঠকে ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডাঃ হর্ষ মহাজন জানিয়ে দেন, দেশে কোভিড সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার বিধিনিষেধ আরোপ করেছে। সংক্রমণের কথা মাথায় রেখে ফুটবলারদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তিনিই ৬ সপ্তাহের জন্য লিগ পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন। বাকি ক্লাবকর্তারাও তাতে রাজি হয়ে যান।

আপাতত ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে রেফারিদের জৈব-সুরক্ষা বলয়ে রাখা হচ্ছে ৷ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত হোটেলেই রাখা হবে প্রত্যেককে। ৫ জানুয়ারি ফের সবার কোভিড পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। আর রিপোর্ট পজিটিভ হলে নেগেটিভ না হওয়া পযর্ন্ত শহর ছাড়তে পারবেন না বলে লিগ কমিটির তরফে জানানো হয়েছে।

এদিকে, করোনার কারণেই আপাতত কণ‍্যাশ্রী কাপ বন্ধ রাখা হচ্ছে। ১৮ জানুয়ারি বৈঠক ডেকে এই ব‍্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি বুধবার কন‍্যাশ্রী কাপ শুরু হওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here