সংক্ষিপ্ত স্কোর◆
▪ভারত -প্রথম ইনিংস – ৩২৫
দ্বিতীয় ইনিংস – ২৭৬/৭ ডিক্লেয়ার
▪নিউজিল্যান্ড – প্রথম ইনিংস ৬২ অল আউট (২৮.১)
দ্বিতীয় ইনিংস – ১৬৭ অল আউট
▪ ভারত ৩৭২ রানেজয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৬ ডিসেম্বর : জয়টা শুধু সময়ের অপেক্ষা ছিল। ভারতকে জিততে হলে পাঁচটা উইকেট নিতে হত, সেই পাঁচটা উইকেট নিতে ভারতকে খরচ করতে হল মাত্র ৭৫ টা বল। হ্যাঁ, লাঞ্চের আগেই নিউজিল্যান্ডকে ১৬৭ রানে অল আউট করে ৩৭২ রানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতল। সেই সঙ্গে ভারত ১-০ ব্যবধানে সিরিজটাও জিতল।

সোমবার,টেস্টের চতুর্থদিনের শুরু থেকেই স্পিনিং ট্র্যাকে বল ঘুরিয়ে বাজিমাত করলেন জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই বোলার চারটি করে উইকেট নিয়েছেন।
দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা।