টি-২০ ক্রিকেট ঘিরে বালুরঘাটে উৎসব,সেরা শিলিগুড়ির অগ্রগামী

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পায়ে পায়ে দুই বছরেই বালুরঘাটের টি-২০ ক্রিকেট ঘিরে উন্মাদনা। গত বছর দক্ষিণ দিনাজপুর প্লেয়ার্স অ‍্যাসোসিয়েশনের পরিচালনায় শুরু হয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এবার সেই টুর্নামেন্ট আরও বেশি জমকালো,রঙ্গিন। সিএবির ধাঁচে ম‍্যাচের আগে ঘন্টা বাজানো থেকে ফাইনালের আগে লাল কার্পেট দিয়ে ক্রিকেটারদের মূল মাঠে প্রবেশ করা,সন্ধ‍্যায় আলোর রোশনায় যেন আইপিএলের ছোঁয়া।

রবিবার,বালুরঘাট স্টেডিয়ামে বিজয় কুমার সাহা মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কলকাতার এরিয়ান ক্লাবকে ৬০ রানে হারিয়ে চ‍্যাম্পিয়ন শিলিগুড়ির অগ্রগামী সংঘ। এই বছর মোট ১২ টি দল অংশ গ্রহণ করেছিল। এই ১২ দলের মধ‍্যে কলকাতার ৭ টি দল অংশ নিয়েছিল। উল্লেখযোগ্য নাম বড়িষা স্পোর্টিং,এরিয়ান,জর্জটেলিগ্রাফ, কাস্টমস। কিন্তু সিএবি লিগের প্রথম ডিভিশনে খেলা ক্লাবগুলিকে হারিয়ে বাজিমাত করল জেলার ক্লাব।

বালুরঘাট স্টেডিয়াম

এই ধরনের টুর্নামেন্ট জেলার ক্রিকেটারদের সামনে ভাল সুযোগ বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি,দেবাং গান্ধীরা। সিএবির সচিব ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি ভিডিও বার্তায় জানান,”মরসুমের শুরুর দিকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন‍্য প্রথমে ধন‍্যবাদ জানাই গৌতম গোস্বামীকে। মূলত তার উদ‍্যোগেই এই টুর্নামেন্ট। জেলার ক্রিকেটারদের স্বার্থে বালুরঘাটের এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত। আমি টুর্নামেন্টের সাফল‍্য কামনা করছি।” আর এক প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধী বলেন,”গৌতমদা যেভাবে এই টুর্নামেন্টটা করছেন তাতে জেলার ক্রিকেটারদের জন‍্য খুব ভাল একটা মঞ্চ। আমার শুভেচ্ছা রইল।”

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া “ময়দানের ক্রিকেটের ডায়েরি” -এর মাধ‍্যমে এক ভিডিও বার্তায় বলেন,”দক্ষিণ দিনাজপুর প্লেয়ার্স অ‍্যাসোসিয়েশনের উদ‍্যোগে এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে সাধুবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে কলকাতার বেশ কয়েকটা ক্লাব অংশ নিয়েছে। ফলে জেলার ক্রিকেটারদের কাছে ভাল সুযোগ। আশাকরি প্রতি বছর টুর্নামেন্টটা হবে। আমার শুভেচ্ছা রইল।” সিএবির কোষাধক্ষ‍্য দেবাশিস গাঙ্গুলি এই টুর্নামেন্টের জন‍্য সফল ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামীর ভূয়সী প্রশংসা করেন। দেবাশিসবাবু জানান,”জেলা থেকে ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট খুব উপকারী। গৌতমকে ধন‍্যবাদ।”

ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামী

প্রায় দুই যুগ ধরে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব ছিলেন গৌতম গোস্বামী। মূলত তাঁর সংগঠনের দক্ষতায় এই জেলার ক্রীড়া উন্নয়ন। বর্তমানে গৌতম গোস্বামী সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল মেম্বার। সৌরভ গাঙ্গুলি ঘনিষ্ঠ গৌতমবাবু গত বছর থেকে দক্ষিণ দিনাজপুর প্লেয়ার্স অ‍্যাসোসিয়েশনের মঞ্চ থেকে এই টুর্নামেন্ট পরিচালনা করছেন। তবে তিনি ‘ইনসাইড স্পোর্টস’-কে জানান,”কোনও কাজ কেউ একা করতে পারে না। বালুরঘাটের সকল প্লেয়ার তো বটেই, বিভিন্ন ক্লাব কর্তা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে না এলে এই টুর্নামেন্ট করা সম্ভব হত না। বালুরঘাটের কিছু বিশিষ্ট ব‍্যক্তি আছেন তাঁদের অবদান কোনও দিন ভুলতে পারব না। সিএবি কর্তাদের মূল‍্যবান পরামর্শ ও সহযোগিতার প্রশংসা করতেই হবে। আশা করছি প্রত‍্যেক বছর এই টুর্নামেন্ট সফল ভাবে করতে পারবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here