ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৫ জুলাই,কলকাতা : আইএফএকে নিজেদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়ে এলেন এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার। আইএফএ সচিবের আমন্ত্রণে এই প্রথম এসসি ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার দফতরে গিয়ে বৈঠক করলেন। এই বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দারকে গুরুত্ব দিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সভাপতি অজিত ব্যানার্জি বৈঠকে হাজির ছিলেন।
বৈঠকে নিজেদের অবস্থান পরিস্কার করে বুঝিয়ে দিয়েছেন শিবাজিবাবু। তারা অবশ্যই গুরুত্ব সহকারেই কলকাতা লিগ খেলার জন্য মুখিয়ে আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিকে বিচার করে কলকাতা লিগ খেলছেই, এমন নিশ্চয়তা আইএফএ-এর তিন শীর্ষকর্তাকে দিয়ে আসতে পারেননি। কারণ এখনও টার্মসিটে চূড়ান্ত সই হয়নি। তাছাড়া অনেক ‘যদি’, ‘কিন্তু’ আছে। আর এসবই দুর হতে পারে ইস্টবেঙ্গল কর্তাদের কার্যকারিতার উপর।

এদিন বৈঠক শেষে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার সাংবাদিকদের জানান,”আইএফএ কর্তাদের সঙ্গে খুব ভাল মিটিং হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান সুব্রত দত্ত, সংবিধান, নিয়ম খুব আন্তরিকতার সঙ্গে আমাকে বোঝালেন। আমার খুব ভাল লেগেছে। আমরাও কলকাতা লিগ খেলতে চাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা লিগ খেলার ব্যাপারে নিশ্চিতভাবে কথা দিতে পারছি না। কারণ, টিম গড়ার ব্যাপার আছে, এখনও ট্রান্সফার ব্যানের ব্যাপারটাও আছে। কাজেই এই পরিস্থিতিতে বলতে পারি কলকাতা লিগে আমাদের খেলার ইচ্ছে আছে। কিন্তু নিশ্চয়তা দিতে পারছি না।”

তিনি দেবব্রত সরকারদের টার্মসিটে সই করা নিয়ে একটা শব্দও খরচ করেননি। তবে তিনি যেমন বাস্তব ছবিটা তুলে ধরেছেন। পাশাপাশি লিগ খেলা না খেলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের কোর্টে বল ফেলেছেন শিবাজি সমাদ্দার। পরোক্ষভাবে বলা যেতে পারে দেবব্রত সরকারদের উপর একাটা পাল্টা চাপও দিয়ে রেখে গেলেন শিবাজিবাবু।
এদিকে এসসি ইস্টবেঙ্গলকে কলকাতা লিগে পেতে নিয়ম শিথিল করতেও রাজি আছেন আইএফএ সচিব। প্রয়োজনে অপেক্ষার রাস্তায় হাঁটার কথা বলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।