ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৯ জুন,কলকাতা : ক্যান্সারে আক্রান্ত রাইফেল শ্যুটার ঋতিকা কর্মকারকে সাহায্যের হাত বাড়ালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ক্রীড়া দফতরে ঋতিকার মা সুমনা কর্মকারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন,” ১৯ বছর বয়সের রাইফেল শ্যুটার ঋতিকা কর্মকার ক্যান্সারে আক্রান্ত। জয়দীপ (কর্মকার) আমাকে বিষয়টা জানায়। রাজ্যের সব ক্রীড়াবিদদের জন্যই সরকারের দড়জা খোলা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সবার পাশে ছিলাম,আছি, থাকব।”

উল্লেখ্য, আমরা, “ইনসাইড স্পোটর্স” গত ৮ জুন ঋতিকার ক্যান্সারে আক্রান্ত হয়ে দ্বিতীয়বার হাসপাতালে চিকিৎসার খবর প্রথম প্রকাশ করি। একই সঙ্গে ঋতিকার চিকিৎসা খরচের পাশে থাকার জন্য তার মা সুমনা কর্মকারের আবেদনও আমরা প্রকাশ করে বিভিন্ন মহলে পৌঁছনোর চেষ্টা করেছিলাম। ঠিক সময়ে রাজ্য ক্রীড়া দফতর সামান্য হলেও সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে।
১৯ বছরের প্রতিভাবান জাতীয় রাইফেল শ্যুটার ঋতিকা কর্মকার। এই মুহূর্তে কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ঋতিকার চিকিৎসা চলছে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ঋতিকার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন। তার জন্য ৩০ লক্ষ টাকার প্রয়োজন। গত ২০ দিন আগে ঋতিকার মা সুমনা কর্মকার সবার কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছেন।

২০১৫ সাল থেকে জয়দীপ কর্মকারের শুটিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন ঋতিকা। হাসিখুশি, প্রাণচঞ্চল একটি মেয়ে। সবসময় পজিটিভ থাকতেন। রাজ্যস্তরের টুর্নামেন্টেও পদক এনেছেন। পদক এনেছিলেন স্কুল গেমসের আসর থেকেও। প্রস্তুতি চলছিল জাতীয় মিটের জন্য। হঠাৎই গত বছর নভেম্বরে, প্রতিযোগিতা শুরুর আগেই শরীর খারাপ হয় দূর্গানগরের ঋতিকার। খিঁচুনি, সঙ্গে কাপুনি দিয়ে জ্বর। সেই সময় ডেঙ্গুর উপদ্রব বেড়েছিল কলকাতায়। মনে করা হয়েছিল ডেঙ্গু হযেছে। কিন্তু দেখা যায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ঋতিকা।
প্রথমবার হাসপাতালে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। বাড়ি ফিরে আবার অনুশীলনও শুরু করেছিলেন ঋতিকা। কিন্তু দুই মাস আগে ফের অসুস্থ হয়ে পড়েন প্রতিভাবান শুটার ঋতিকা।