ইতিহাস গড়ে ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন জকোভিচ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আরও একবার চ‍্যাম্পিয়ন জকোভিচ। রবিবার রোঁলা গারোয় ফরাসি ওপেনের ফাইনালে স্টেফানোস চিচিপাসকে হারিয়ে শেষ হাসি হাসলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইচ্ছে অধরা রয়ে গেল চিচিপাসের ৷ এদিনের রুদ্ধশ্বাস ফাইনালের স্কোর, (পাঁচ সেটের লড়াইয়ে) ৬-৭, (৬-৮) ২-৬, ৬-৩, ৬-২, ৬-৩।

এদিনের চ‍্যাম্পিয়ন হওয়ার ফলে জকোভিচ এখনও পযর্ন্ত ১৯টি গ্র‍্যান্ড স্লাম জিতলেন। ২০ টি জিতেছেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরার।

জয়ের পাশাপাশি অসাধারণ রেকর্ড করে ফেলেছেন সার্বিয়ার এই তারকা। ৫২ বছরে প্রথম টেনিস তারকা হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম দুবার করে জিতলেন। চিচিপাসকে হারিয়ে রয় এমার্সন এবং রড লেভারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ । দুজনেই চারটি গ্র্যান্ড স্ল্যাম কম করে দুবার করে জিতেছেন ।

“জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ভাল খেলে হেরে যাওয়া খুব কষ্টের। তবে আমি ভনে করি এই হার কিন্তু চিচিপাসেয ভবিষ্যতে শিক্ষা দেবে।” বলেছেন নোভাক। পরে তিনি প্রতিপক্ষর চিচিপাসের দেশ গ্রীসের প্রশংসা করেন নোভাক জকোভিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here