ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আশঙ্কায় সত্যি হল। রেলের চাকরি থেকে সাসপেন্ড হলেন কুস্তিগীর সুশীল কুমার ৷ খুনের অভিযোগে অভিযুক্ত থাকায় নর্দান রেলের পক্ষ থেকে সুশীল কুমারকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, খুনের অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছেন সুশীল।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নর্দান রেলের সিপিআরও দীপক কুমার জানিয়েছেন, “দিল্লি সরকারের তরফে রেলের কাছে এই বিষয়ে রিপোর্ট এসেছে। সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ওর বিরুদ্ধে খুনের তদন্ত চলছে। তাই ওকে সাসপেন্ড করা হল।”

আপাতত তার চাকরি গেলেও খুন হওয়া কুস্তিগীরের পরিবার সুশীলের ফাঁসির দাবি করেছে। তাদের আর্জি, তাদের ছেলেকে খুন করেছে সুশীল। ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এদিকে, দেশের ক্রীড়া জগতে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে “পদ্মশ্রী” ও “খেলরত্ন” ফেরত নেওয়া হবে? এই দুই পুরস্কারের নিয়ম বিধিতে কি আছে এখনও জানা যায়নি। আর ভারতীয় ক্রীড়া জগতে এই ধরনের পুরস্কার পাওয়ার পর কোনও ক্রীড়া ব্যক্তিত্ব এমন জঘন্য অপরাধ করেছেন এমন নজির নেই। তবে রাষ্ট্রপতির কাছে সুশীল কুমারের পাওয়া “পদ্মশ্রী” ও “খেলরত্ন” বাতিলের দাবি কেউ জানালে এক মাত্র বাতিল করতে পারেন রাষ্ট্রপতিই। সুশীল কুমারের অপরাধের তদন্তের গতিপ্রকৃতি যে দিকে যাচ্ছে তাতে ভবিষ্যতে “পদ্মশ্রী””খেলরত্ন” বাতিল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
রিও অলিম্পিকে যেতে না পারার পর থেকেই সুশীল অন্ধকার জগতের মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করেন। অভিযোগ, জড়িয়ে পড়েন অসামাজিক কাজে। বিপথে গিয়ে টাকা রোজগারের নেশা সুশীলকে পেয়ে বসেছিল বলেও তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে এমন তথ্য উঠে আসছে।