লুকিয়ে ছিলেন ভাটিন্ডায়, ১৮ দিন পর গ্রেফতার সুশীল কুমার

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ১৮ দিন লুকিয়ে থাকার পর অবশেষে পঞ্জাবে গ্রেফতার অলিম্পকে জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার। শনিবার সন্ধ‍্যার গ্রেফতার হন সুশীল। একই সঙ্গে এদিন, তাঁর সহযোগী অজয় কুমারকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রের খবর, পঞ্জাবের জলন্ধরের কাছেই গ্রেফতার করা হয় কুস্তিগীর ও তাঁর সহযোগীকে। শনিবার এই দুজনকে পঞ্জাব পুলিশ আটক করার পর দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত ঊল্লেখ‍্য, ২৩ বছরের তরুণ কুস্তিগীর সাগর রানার হত্যাকান্ডে অন‍্যতম অভিযুক্ত হলেন অলিম্পিয়ান সুশীল। দিল্লি পুলিশের দাবি সুশীল পঞ্জাবের ভাটিন্ডায় লুকিয়ে ছিলেন। তাঁকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশ এক লক্ষ টাকা পুরস্কার মূল‍্য ঘোষণা করেছিল।

গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সাগর রানা সহ দুই তিন কুস্তিগীরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পরেন সুশীল। সাগর রানা ও আর এক কুস্তিগীরকে বেধরক মারধর করেন সুশীল। হাসপাতালে সাগর রানার মৃত‍্যু হয়।

২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে ছিলেন সুশীল। পরের ২০১২ লন্ডন অলিম্পিক্সে ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। সেবার অবশ্য রুপো জিতে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here