◆সন্দীপ দে ◆
ঝুলন গোস্বামী এবং কর্নেল এন জে নায়ারের নামে ইডেনের দুটি ব্লকে স্ট্যান্ড করার সিদ্ধান্ত প্রশংসনীয়। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় ইডেনে আনুষ্ঠানিক ভাবে তার ঘোষণাও হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। তা হল, একই ব্যক্তির নামে দু-দুবার স্ট্যান্ড করার সিদ্ধান্ত কেন নিলেন সিএবি কর্তারা?
কর্নেল নীলকান্ত জয়চন্দ্রণ নায়ারের নামে দু-দুবার স্ট্যান্ড ঘোষণার ঘটনা জানতে হলে পাঠকদের পিছিয়ে যেতে হবে সাত বছর আগে, এপ্রিল মাসে। ওই সময় CAB-এর সভাপতি ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তাঁর সময়েই চার শহীদ বীর সেনার নামে ইডেনে একটি ব্লকে স্ট্যান্ড করা হয়েছিল। যে চার শহীদ বীর যোদ্ধার নামে ইডেনের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল তাঁরা হলেন –
১) কর্নেল নীলকান্ত জয়চন্দ্রণ নায়ার
২) লেফটেন্যান্ট কর্নেল ধন সিং থাপা
৩) হাবিলদার হ্যাংপ্যান দাদা
৪) সুবেদার যোগিন্দর সিং
সেই বছর CAB এর এই উদ্যোগ দেখে কেন্দ্রের তৎকালীন ক্রীড়া মন্ত্রী বিজয় গোয়েল শুভেচ্ছা জানিয়েছিলেন।
এখন প্রশ্ন হল, 2017 সালে যদি নায়ারের নামে স্ট্যান্ড করে থাকে তাহলে 7 বছর পর আবার নায়ারের নামে স্ট্যান্ড উদ্বোধন করতে হল কেন? গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠান শেষে সৌরভ গাঙ্গুলিকে এক ঝাঁক সাংবাদিকের মাঝে “ইনসাইড স্পোর্টস”-এর এই প্রতিবেদক এই বিষয়ে প্রশ্ন করে।
প্রশ্নঃ সৌরভ, আপনি 2017 সালে CAB সভাপতি ছিলেন। ওই বছরের এপ্রিল মাসে চার শহীদ সেনার নামে ইডেনে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল। তার মধ্যে আজকে যে এন জে নায়ারের নামে স্ট্যান্ড ঘোষণা করা হল, 2017 সালে চারজনের মধ্যে এন জে নায়ারও ছিলেন। তাহলে নায়ারকি রিপিট হল?
সৌরভ গাঙ্গুলিঃ (একটু ভেবে নিয়ে) না না, ওটা আলাদা নায়ার ছিল।
সৌরভ তাঁর সংক্ষিপ্ত উত্তর দিয়েই অন্য সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। এই বিষয়ে আর ঢুকলেন না।
2017 সালের ঘটনা সৌরভ ভুলে গেছেন নাকি ভুলে থাকতে চেয়েছেন সেটা জানা যায়নি। তবে তথ্য যা উঠে এসেছে তাতে সৌরভের বক্তব্যকে সমর্থন করছে না। 2017 সালে এই মর্মে DNAINDIA. HINDUTANTIMES. INDIANEXPRESS এবং সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে খবরটি প্রকাশ করা হয়। এই চার সংবাদমাধ্যমে এন জে নায়ারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। নায়ারের যা তথ্য তুলে ধরা হয়েছে তা গতকালের ঘোষিত এন জে নায়ারের তথ্য এক। কোনও অমিল নেই। 7 বছর আগে আইপিএল ম্যাচে (কেকেআর বনাম দিল্লি) যেদিন ইডেনে অনুষ্ঠিত হয়েছিল সেইদিনই চার শহীদ বীর সেনার নামে স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছিল। সেই ছবিও ছাপা হয়েছিল HINDUSTAN RIMES ও সংবাদ প্রতিদিন অন লাইন সংস্করণে। সেই ছবিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পদাধিকারীরা সহ CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব অভিষেক ডালমিয়া, যুগ্ম সচিব সুবীর (বাবলু) গাঙ্গুলি এবং সহসভাপতি সমর পালদের।
কর্নেল নীলকান্ত জয়চন্দ্রণ নায়ার কেরলের এর্নাকুলামে জন্ম। ভারতীয় সেনাবাহিনীর এক বীর যোদ্ধা ছিলেন। দেশের সেবা করার জন্য তিনি সর্বোচ্চ পুরস্কার “অশোক চক্র” ও দ্বিতীয় সর্বোচ্চ “কীর্তী চক্র” পুরস্কারে ভূষিত হন। 1993 সালে ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে শত্রুদের সঙ্গে লড়াই করতে জীবন দিয়েছিলেন 42 বছরের এন জে নায়ার। এমন এক উজ্জ্বল ব্যক্তিত্বের নামে ইডেনে স্ট্যান্ড হচ্ছে এর থেকে ভাল কিছু হতে পারে না।
কিন্তু 7 বছর আগেই যখন এন জে নায়ারকে সম্মান জানিয়ে ইডেনে স্ট্যান্ড করেছিল তাহলে আবার কেন? সিএবি কর্তারা কি 7 বছরের ঘটনা ভুলে গিয়েছিলেন? নাকি আর একবার কর্নেল নায়ারকে সম্মান জানালেন?