◆নিউজল্যান্ড – ১৫২/ ৪
◆পাকিস্তান – ১৫৩/৩
◆পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান ক্রিকেট দলের। খাদের কিনারা থেকে সবাইকে চমকে দিয়ে ফিরে এসেছিল পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২৯ বছর পর সেই অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপেও প্রায় ছিটকে যেতে বসেছিল। কিন্তু শেষ মূহুর্তে ফিরে এসেছে বাবর আজমের দল। সেই সেমিফাইনাল আর প্রতিপক্ষও সেই নিউজিল্যান্ড। বুধবার সিডনিতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম? তা জানতে আর একটা ম্যাচ অপেক্ষা করতে হবে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সামনে পড়ে নিউজিল্যান্ড। ৪৯ রানে ৩ টি উইকেট হারায় কিউইরা। মিচেল (৫৩) ও উইলিয়ামসন (৪৬) ছাড়া সেই ভাবে আর কোনও ব্যাটার রান করতে পারেননি। উইকেট হাতে থাকলেও পাক বোলিংয়ের সামনে রানের গতি বাড়াতে পারেনি নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করে। সাইন আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।
নিউজিল্যান্ডের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে বিস্ফোরক ব্যাটিং শুরু করে পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। যদিও প্রথম ওভারেই বাবর আজ়মের উইকেট পেতে পারত নিউজ়িল্যান্ড। কিন্তু তাঁর ক্যাচ ধরতে ব্যর্থ হন উইকেটরক্ষক কনওয়ে। বাবরের উইকেটটা চলে গেলে চাপে পড়ে যেত পাকিস্তান।
৪২ বলে ৫৩ রান করে বাবর যখন আউট হলেন তখন পাকিস্তানের রান ১০৫/১ (১২.৪ ওভার)। পাকিস্তানের জয় তখন শুধু সময়ের অপেক্ষা ছিল। রিজওয়ান ৫৭ ও মহম্মদ হ্যারিস ৩০ রানে আউট হন। ক্রিজে অপরাজিত ছিলেন শান মাসুদ (৩) ও ইফতিকার (০)। ১৯.১ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে সেমিফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
বৃহস্পতিবার অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ‘৯২ এর মতো ফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড? নাকি আর একটা ক্রিকেটের ডার্বি ম্যাচ (ভারত-পাকিস্তান) দেখার সুযোগ পাবে ক্রিকেট রসিকরা? বৃহস্পতিবার বিকেলেই পরিস্কার হয়ে যাবে।