৮ মাস পরে ইডেনে ফিরল ক্রিকেট

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে ইডেনে ফিরল ক্রিকেট। দীর্ঘ আট মাস পর। মঙ্গলবার থেকে শুরু হওয়া বেঙ্গল টি-২০ টুর্নামেন্ট দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় সিএবি।

মঙ্গলবার ইডেনে নতুন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সিএবি সভাপতি অভিষক ডালমিয়া সহ অন‍্যান সিএবি কর্তারা। ইডেনে বেল বাজান সতবীর সিং।

সিএবির এই উদ্যোগের প্রশংসা করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আটমাস বন্ধ থাকার পরে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে। রাজ্য সরকার ফুটবল ফিরিয়েছে। ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটল সিএবির উদ্যোগে । সরকারের প্রতিনিধি হিসেবে আমি খুশি।” আগামী দিনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি । কোরোনা প্রোটোকল মেনেই এই টুর্নামেন্ট হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
মঙ্গলবার বেঙ্গল টি-২০ টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করে মোহনবাগান। তারা কাস্টমসকে ১৭ রানে হারায়। টস জিতে মোহনবাগানকে ব্যাট করতে পাঠিয়েছিল কাস্টমস। মনোজ তিওয়ারি করেন ৬১ (৩৯)। মোহনবাগান পাঁচ উইকেটে করে ১৫৬ রান। জবাবে কাস্টমস ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান করে। ম্যাচের সেরা মনোজ তিওয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here