ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত দুই মাস ধরেই টানাপোড়েন চলছিলই। অবশেষে ৮ বছর পর জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থায় ঘটল পালাবদল। সদ্য প্রাক্তন সচিব কুমার দত্তকে নিয়ে কমিটিতে একটা অসন্তোষ দেখা গিয়েছিল। আর সেই নিয়ে জলপাইগুড়ির ক্রীড়া মহলে তুমুল গন্ডগোল চলছিল। অবশেষে গত শুক্রবার নতুন কমিটি গঠন হয়ে গেল। কুমার দত্তর পরিবর্তে নতুন সচিব পদে বসলেন সুহৃদ মন্ডল। যিনি ভোলা নামেই পরিচিত। খেলার মাঠ করছেন বহু বছর ধরে। ভদ্র,সজ্জন এবং ক্রীড়ানুরাগী বলেই জেলা খেলাধূলার জগতে পরিচিত সুহৃদবাবু। নতুন কমিটি মেম্বারদের অধিকাংশর দাবি সুহৃদ মন্ডলের পাশাপাশি যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন সেই গৌতম দাসও নাকি কাজের মানুষ।
প্রশ্ন হল, DSA এর পালাবদলের পর জলপাইগুড়ির ক্রীড়া উন্নয়ন কতটা হবে? DSA এর নিজেদের অফিস থাকলেও মাঠ নেই। টাউন ক্লাবের মাঠের উপর অনেকটাই নির্ভর করে থাকতে হয় জলপাইগুড়ি DSA কে। এই ব্যাপারে প্রশ্ন করলে নতুন সচিব সুহৃদ মন্ডল ‘ইনসাইড স্পোর্টস’কে বলেন,”আজকেই আমরা ডিএমের সঙ্গে মাঠ নিয়ে বৈঠক করেছি। প্রশাসন খুব সাহায্য করছে। ডিএম আমাদের বলেছেন, সাইয়ের যে মাঠ আছে আমরা তা ব্যবহার করতে পারব। তাছাড়া আমাদের শহরে অনেক খোলা মাঠ আছে। বিভিন্ন ক্লাবের। এবার সেই সব মাঠ যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় সেই পদক্ষেপ শুরু করেছি।”
সচিব হিসেবে আপনার প্রাথমিক লক্ষ্য কি? জবাবে সুহৃদবাবু বলেন,”জেলার খেলার উন্নয়ন। আমি একা তো কিছু করতে পারবো না। কমিটির সবাই মিলে ভাল কিছু করার চেষ্টা করব। পরিকল্পনা আছে।”
প্রসঙ্গত, এই জলপাইগুড়ি থেকে উঠে এসেছেন পি কে ব্যানার্জি, সুকল্যাণ ঘোষ দস্তিদার। বর্তমানে অ্যাথলিট স্বপ্না বর্মনও এই জেলা থেকে উঠে এসেছেন। এই জেলার ফুটবলে S P ROY একটা বড় নাম। এই S P ROY এর জলপাইগুড়িতে ৭ টি চা বাগান ছিল। জেলা লিগ খেলা বহু ফুটবলারদের চা বাগানে চাকরি দিয়েছিলেন এই SP ROY। তাঁর পরিবারের সদস্যরা জলপাইগুড়ি শহরে টাউন ক্লাব থেকে স্টেডিয়াম তৈরি করেছেন। জলপাইগুড়ি ক্রীড়া জগতে এই S P ROY এর বিরাট অবদান আছে। এখন এই জেলার অধিকাংশ চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। ফুটবল, ক্রিকেটের গ্রাফও অনেক নেমে গেছে। এই জেলার সেই সোনালী অতীত ফিরবে কিনা তা সময় বলবে।
জলপাইগুড়ি DSA এর নতুন কমিটি
◆সভাপতি – জেলা শাসক
◆কার্যকারী সভাপতি – গৌতম দাস
◆ সহ সভাপতি – পুলিশ সুপার ◆মিহির ব্যানার্জি ◆ পুরজিৎ বক্সি গুপ্ত ◆ তাপস কুমার দত্ত ◆ অলোক সরকার ◆ তপন বাগচি ◆ শেখর ব্যানার্জি ◆ উত্তম বসু
▪সচিব – সুহৃদ (ভোলা) মন্ডল
▪ যুগ্ম সচিব – সুব্রত সেন ও ছোটন রায় চৌধুরী
▪ সহসচিব – অনিত মুন্সি ▪ শুভাশিস দত্ত ▪ উজ্জ্বল দাস চৌধুরী ▪ পিঙ্কু বিশ্বাস
▪ কোষাধ্যক্ষ – সুব্রত রায়