৮ গোল দিয়ে অবশেষে জয়ে ফিরল ইউনাইটেড, হারল সাদার্ন

0

◆ইউনাইটেড স্পোর্টস ও সিএফসি ম‍্যাচের একটি মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এক মাত্র নিজেদের দল মামনি পাঠচক্রের বিরুদ্ধে শুধু জয় পেয়েছিল ইউনাইটেড স্পোর্টস। তারপর শুধুই হার এবং ড্র। অবশেষে ৮ গোল দিয়ে জয়ে ফিরল অলোকেশ কুন্ডু ও নবাব ভট্টাচার্যের দল। মঙ্গলবার দুর্বল সিএফসিকে ৮-০ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস। হ‍্যাটট্রিক সহ চারটি গোল করেছেন দীপেশ মূর্মূ। একটি করে গোল করেন সুরজিৎ মুন্ডা,তারক হেমব্রম, সুব্রত মূর্মূ এবং রোহিং থাঙ্গা।

সাদার্ন সমিতি ও আর্মি রেড ম‍্যাচের একটি মুহূর্ত

এদিকে পর পর দুই ম‍্যাচ জেতার পর মঙ্গলবার হেরে গেল সাদার্ন সমিতি। এদিন আর্মি রেড ৩-২ গোলে হারাল সাদার্নকে। আর্মির হয়ে হ‍্যাটট্রিক করেছেন লিটন শীল। সাদার্নের হয়ে গোল করেছেন দেবজিৎ বসাক ও রাজেশ রাজভর। অন‍্য ম‍্যাচে টালিগঞ্জ অগ্রগামী ও এফসিআই ২-২ গোলে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here