◆সংক্ষিপ্ত স্কোর◆
▪ভারত -প্রথম ইনিংস – ৩২৫
দ্বিতীয় ইনিংস – ৬৯-০(২১ ওভার)
▪নিউজিল্যান্ড – প্রথম ইনিংস ৬২ অল আউট (২৮.১)
▪ ভারত ৩৩২ রানে এগিয়ে (দ্বিতীয় দিনের শেষে)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন?৪ ডিসেম্বর : মুম্বইয়ের ওয়াংখেড়ে ঘটনার ঘনঘটা। মায়াঙ্কের শতরানের পর কিউয়ি বোলার অজাজ প্যাটেলের এক ইনিংসে ১০ উইকেট নেওয়া। আর তার পরেই নিউজিল্যান্ডের ৬২ রানে অল আউট হওয়া। ক্রমশ ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের রং বদলে যাচ্ছে বারবার।
![](https://insidesports.in/wp-content/uploads/2021/12/IMG_20211204_193035.jpg)
টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে নাগপুর টেস্টে ৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের ক্ষেত্রে, এটি টেস্টে তাদের ষষ্ঠ সর্বনিম্ন রান। টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রান তাদেরই। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
![](https://insidesports.in/wp-content/uploads/2021/12/IMG_20211204_193057.jpg)
এদিন কিউয়িদের প্রথম ধাক্কাটা মারেন ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজ। পরপর তিনটি উইকেট তুলে নেওয়ার পর আঘাত আনেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চার উইকেট নিয়েছেন। অক্ষর দুটি ও জয়ন্ত যাদব একটি উইকেট নিয়েছেন। প্রতিপক্ষ দল ৬২ রানে অল আউট হওয়ার পরও কোহলি ফলো-ওয়ান করাননি। বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান করেছে। মায়াঙ্ক আগরওয়াল ৩৮ ও চেতেশ্বর পুজারা ২৯ রানে অপরাজিত আছেন। ভারত এগিয়ে আছে ৩৩২ রানে। ভারতীয় দলের সামনে জয়ের গন্ধ। শুধু সময়ের অপেক্ষা।