◆ম্যাচের পর অমিত ভদ্র ও প্রতাপ ঘোষের কোলে আকাশ প্রামানিক◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার হ্যাটট্রিক! হ্যাঁ, সোনারপুর YMSA -এর সেই আকাশ প্রামানিক। আজ, বৃহস্পতিবার নার্সারি লিগের ‘বি’ গ্রুপের খেলায় মিলন সমিতি (নেতাজি নগর) বিরূদ্ধে হ্যাটট্রিক করল আকাশ।পরপর পাঁচ ম্যাচে পাঁচটা হ্যাটট্রিক করে কলকাতার ফুটবল মহলকে চমকে দিয়েছে এই আকাশ। এখনও পযর্ন্ত পাঁচটি ম্যাচে ১৬ টা গোল করেছে আকাশ সাম্প্রতিককালে কোনও ফুটবলার আইএফএ-এর নার্সারি লিগের পাঁচ ম্যাচে পাঁচটা হ্যাটট্রিক করেছে এমন ঘটনা ময়দানের অনেকেই মনে করতে পারছেন না। এদিন আকাশের হ্যাটট্রিক নিয়ে সোনারপুর YMSA ৮-১ গোলে হারাল মিলন সমিতি (নেতাজি নগর)কে।
এদিন আকাশের খেলা দেখবেন বলে ম্যাচের শুরু থেকেই মাঠে হাজির ছিলেন ভারতের দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও প্রতাপ ঘোষ। আকাশের দুরন্ত ফুটবল দেখে মুগ্ধ ওঁরা। অমিত ভদ্র বলছিলেন,”এত ভাল মানের ফুটবলার অনেক দিন পর দেখলাম। ভাল মানের ফুটবলার হওয়ার জন্য যা যা গুন থাকা দরকার তার সবটাই আছে আকাশের। আগের ম্যাচেও দেখেছি। আকাশকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ওকে ভাল অ্যাকাডেমিতে রেখে খেলানো হোক। আমাদের দিক দিয়ে সব রকম চেষ্টা করব। সব ঠিক থাকলে এই আকাশ ভবিষ্যতের তারকা হবেই হবে।”
এই আকাশ প্রামাণিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নাটাগাছি থেকে আরও ভিতরের আরাপাঁচ গ্রামে। বাবা সেই ভাবে কিছুই করেন না। পরিবারের একমাত্র সন্তান আকাশ। তার মা বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি জামা কাপড় বিক্রি করে সংসারের খরচ জোগান। অভাবের সংসার। নাটাগাছিতে একটি ফুটবল কোচিং ক্যাম্প আছে। সেই ক্যাম্প থেকেই আকাশকে নিয়ে এসেছে সোনারপুর YMSA কর্তারা।