ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৩ ফেব্রুয়ারি : শাস্তির খাঁড়া থেকে নিজেকে বাঁচাতে পারলেন না এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। শৃংখলাভঙ্গের কারণে কোচ ফাউলার ৪ ম্যাচ নির্বাসিত। সঙ্গে তাঁকে দিতে হবে ৫ লক্ষ টাকা জরিমানা। এই জরিমানার টাকা না দিলে আরও কড়া শাস্তি হবে। আজ, বুধবার সন্ধ্যায় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন এফএসডিএল কর্তারাও। আর এই শুনানিতে আত্মপক্ষের সমর্থনে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারকে। কিন্তু তাঁর বক্তব্য রেফারি কমিটি সদস্য, এফএসডিএল কর্তা ও ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের সন্তুষ্ট করতে পারেননি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রেফারিদের বিরুদ্ধে কড়া সমালোচনা করে চলেছিলেন কোচ ফাউলার। শুধু তাই নয়, শেষ ম্যাচে হারের পর তাঁর দলের ব্রিটিশ ফুটবলারদের পক্ষে বিবৃতি দিতে গিয়ে, বর্ণবিদ্বেশমূলক মন্তব্যও করেছিলেন। ফলে প্রচন্ড চটে গিয়েছে এফএসডিএল, ফেডারেশন কর্তারা।
ফাউলারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিতে হবে। বাকি সব ম্যাচে তাঁকে নজরে রাখা হবে। ফের যদি এমন ঘটনা ঘটান তাহলে আরও বড় শাস্তি হবে।
এসসি ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, তারা কোচ ফাউলারের শাস্তি কমানোর জন্য আবেদন করবেন। অন্তত নির্বাসন ম্যাচ সংখ্যা কমানোর আর্জি জানিয়ে আবেদন করতে পারেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা।
অন্যদি, একই কারণে কোচের পদ থেকে সরানো হয়েছে ওড়িশা কোচ স্টায়ার্ট ব্যাক্সটারকে। তিনিও রেফারিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। যা কোচ ফাউলারের থেকেও বেশি অন্যায় করেছেন ওড়িশা কোচ। পরিস্থিতি বুঝতে পেরে ওড়িশা টিম ম্যানেজমেন্ট কোচ স্টায়ার্ট ব্যাক্সটাকে বরখাস্ত করেছে।
ঘটনার সূত্রপাত, সোমবার জামসেদপুর এফসির বিরুদ্ধে ০-১ গোলে হারে ওড়িশা ৷ ম্যাচে টিপি রেহনেশ ফাউল করেছিলেন ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিওকে ৷ কিন্তু রেফারি পেনাল্টির আবেদন খারিজ করে দেন। পেনাল্টি না দেওয়ায় ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোচ স্টায়ার্ট ব্যাক্সটার ৷ বলেন, “জানি না কীভাবে আমরা পেনাল্টি পাব ৷ পেনাল্টি আদায় করতে হলে হয়ত দলের কাউকে ধর্ষিত হতে হবে কিংবা কারও ধর্ষণ করতে হবে ৷” তাঁর এমন কুরুচিপূর্ণ মন্তব্যর পর ক্রীড়া মহলে নিন্দার ঝড় বইতে শুরু করে।